Ajker Patrika

পঞ্চগড়ে নিজ ঘর থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে নিজ ঘর থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

নিজ বাড়ির শোয়ার ঘর থেকে পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী গোলাম আযমের (৫৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গোলাম আযমকে মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কারা এই হত্যায় জড়িত, তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। তবে গোলাম আযমের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকারী শনাক্তের জন্য পিবিআইসহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানায়, বাড়িতে ছিলেন দুই সন্তান ও তাঁর স্ত্রী। সন্ধ্যার পর গোলাম আযমের মেয়ে তাঁর বাবাকে ডাকতে তাঁর কক্ষে ঢুকলে তাঁকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। এরপর চিৎকার করে তাঁর মা ও ভাইকে বিষয়টি জানায়। তবে পুলিশের ধারণা তাঁকে হত্যা করা হয়েছে অনেক আগেই।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, গোলাম আযমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত