ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
কৃষি জমিতে কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করেছে দিনাজপুর ফুলবাড়ীর কিশোর সবুজ সরদার (১৭)। তার এই উদ্ভাবনের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৩’ খুদে উদ্ভাবক হিসেবে মনোনীত হয়েছে সে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. কামহ্ তমাল। তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল পদক ২০২৩’ এর ব্যক্তিগত ক্যাটাগরিতে খুদে উদ্ভাবক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শেখ রাসেল পদক পেতে যাচ্ছে সবুজ সরদার। তার এই সফলতায় আমরা অত্যন্ত গর্বিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
সবুজ উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের ভ্যানচালক একরামুল হকের ছেলে। সে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের একাদশ শ্রেণির ছাত্র।
দেশের কৃষি খাতকে উন্নত করার জন্য কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করে সবুজ। এই ড্রোন দিয়ে কৃষি জমিতে কীটনাশক স্প্রে করা যাবে, সেই সঙ্গে ফায়ার সার্ভিসের ব্যবহৃত যন্ত্রের মতো আগুন নেভানোর কাজেও ব্যবহার করা যাবে দাবি বলে তার।
কিশোর সবুজ সরদার বলে, ‘আমি কৃষক ঘরের ছেলে। ছোট থেকেই দেখছি বাবা জমিতে খুব কষ্টে কাজ করছেন। বাবার কষ্টের কথা চিন্তা করে কষ্ট লাঘব করার জন্য কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করি। পরে এটি দেশের অন্যতম উদ্ভাবন হয়ে ওঠে। আমি শেখ রাসেল পদক ২০২৩ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত। ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবন করে দেশের কৃষির জন্য কিছু করার চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার সারা দেশব্যাপী তৃতীয়বারের মতো জাতীয়ভাবে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদ্যাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত শেখ রাসেল দিবস ২০২৩ এর উদ্বোধনী ও শেখ রাসেল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উপস্থিত থেকে শেখ রাসেল পদক ২০২৩ প্রদান করবেন।
উল্লেখ্য, ২০২২ সালে প্রথমে সবুজ সরদার চালক বিহীন উড়োজাহাজ নির্মাণ করে আলোচিত হন। পরে ওই বছরেই সবুজ তৈরি করেন কৃষিবান্ধব কীটনাশক ছিটানো ড্রোন। যা গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে ২০২৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ প্রতিযোগিতায় দেশের ১৭ জন উদ্ভাবকের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সবুজ।
কৃষি জমিতে কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করেছে দিনাজপুর ফুলবাড়ীর কিশোর সবুজ সরদার (১৭)। তার এই উদ্ভাবনের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৩’ খুদে উদ্ভাবক হিসেবে মনোনীত হয়েছে সে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. কামহ্ তমাল। তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল পদক ২০২৩’ এর ব্যক্তিগত ক্যাটাগরিতে খুদে উদ্ভাবক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শেখ রাসেল পদক পেতে যাচ্ছে সবুজ সরদার। তার এই সফলতায় আমরা অত্যন্ত গর্বিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
সবুজ উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের ভ্যানচালক একরামুল হকের ছেলে। সে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের একাদশ শ্রেণির ছাত্র।
দেশের কৃষি খাতকে উন্নত করার জন্য কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করে সবুজ। এই ড্রোন দিয়ে কৃষি জমিতে কীটনাশক স্প্রে করা যাবে, সেই সঙ্গে ফায়ার সার্ভিসের ব্যবহৃত যন্ত্রের মতো আগুন নেভানোর কাজেও ব্যবহার করা যাবে দাবি বলে তার।
কিশোর সবুজ সরদার বলে, ‘আমি কৃষক ঘরের ছেলে। ছোট থেকেই দেখছি বাবা জমিতে খুব কষ্টে কাজ করছেন। বাবার কষ্টের কথা চিন্তা করে কষ্ট লাঘব করার জন্য কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করি। পরে এটি দেশের অন্যতম উদ্ভাবন হয়ে ওঠে। আমি শেখ রাসেল পদক ২০২৩ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত। ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবন করে দেশের কৃষির জন্য কিছু করার চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার সারা দেশব্যাপী তৃতীয়বারের মতো জাতীয়ভাবে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদ্যাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত শেখ রাসেল দিবস ২০২৩ এর উদ্বোধনী ও শেখ রাসেল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উপস্থিত থেকে শেখ রাসেল পদক ২০২৩ প্রদান করবেন।
উল্লেখ্য, ২০২২ সালে প্রথমে সবুজ সরদার চালক বিহীন উড়োজাহাজ নির্মাণ করে আলোচিত হন। পরে ওই বছরেই সবুজ তৈরি করেন কৃষিবান্ধব কীটনাশক ছিটানো ড্রোন। যা গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে ২০২৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ প্রতিযোগিতায় দেশের ১৭ জন উদ্ভাবকের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সবুজ।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৬ মিনিট আগে