Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১১: ৪২
ঠাকুরগাঁওয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 

ঠাকুরগাঁও সদরের ফাড়াবাড়ী সড়কে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার গভীর রাতে সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সেনুয় ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে মিন্টু ইসলাম (৩৪) এবং একই গ্রামের আফাজ উদ্দীনের ছেলে হাসান আলী (৩০)। দুর্ঘটনায় আহত ফিরোজ হাসানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শহর থেকে এক মোটরসাইকেলে করে তিনজন ফাড়াবাড়ীর দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা অন্য দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম বলেন, আহত ফিরোজ হাসান এখনো শঙ্কামুক্ত নন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত