কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে নিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা সেখানে ‘চর উন্নয়ন কমিটি, উলিপুর উপজেলা শাখা’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন।
গতকাল রোববার বিকেলে সাইনবোর্ডটি লাগানো হয়। আজ সোমবার সকালেও এটি সেখানে ছিল। চর উন্নয়ন কমিটির নেতাদের দাবি, অপরিচ্ছন্ন ও নোংরা ভবনটি পরিষ্কার করে পরিবেশ ভালো রাখার জন্য তাঁরা সেখানে সাইনবোর্ড লাগিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনে উপজেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া কার্যালয়টিতে বর্তমানে দরজা-জানালা নেই।
এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর কুড়িগ্রামে চর উন্নয়ন কমিটি গঠন করা হয়। কুড়িগ্রামসহ দেশের চরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে এই কমিটি কাজ করছে। বিএনপি ও সমমনা লোকদের নিয়ে কমিটি গঠন করা হলেও দায়িত্বশীলদের দাবি, এটি একটি অরাজনৈতিক সংগঠন।
খোঁজ নিয়ে জানা গেছে, উলিপুর উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সোলায়মান আলী সরকার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া কমিটির বেশির ভাগ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো প্রসঙ্গে জানতে চাইলে সোলায়মান আলী বলেন, ‘ভবনটি নোংরা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে আশপাশের ব্যবসায়ী ও লোকজনের সমস্যা হয়। আমরা একে পরিচ্ছন্ন রাখতে চর উন্নয়ন কমিটির অফিসকক্ষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আইনি কোনো বাধা থাকলে আমরা সরে যাব।’
সোলায়মান আরও বলেন, ‘আমরা যতটা জানি, এই জায়গাটা কারও নামে নেই। চর উন্নয়ন কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা মনে করি, জায়গাটা যদি ব্যবহার করা যায় তাহলে আশপাশের পরিবেশটা ভালো থাকবে।’
অন্যদিকে এরশাদুল হাবীব বলেন, ‘এটা আওয়ামী লীগের কার্যালয় ছিল, কিন্তু কাগজপত্রে কোথাও এর হদিস পাবেন না। তারা এটা ব্যবহার করছে, যেভাবে দেশ পরিচালনা করেছে দুর্বৃত্তায়ন করে সেভাবে। আমরা এটি অবৈধভাবে ব্যবহার করব না। প্রক্রিয়া মেনে যেভাবে প্রশাসনের কাছে এটা লিজ নেওয়া যায়, সেভাবে নিয়ে ব্যবহার করব। পরিচ্ছন্নতার স্বার্থে আপাতত ভবনটিতে উপজেলা চর উন্নয়ন কমিটির কার্যক্রম চালানো হবে।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যালয় দখল করা নিন্দনীয়। কিন্তু চলমান পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে কিছু বলতে পারছি না।’
কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে নিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা সেখানে ‘চর উন্নয়ন কমিটি, উলিপুর উপজেলা শাখা’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন।
গতকাল রোববার বিকেলে সাইনবোর্ডটি লাগানো হয়। আজ সোমবার সকালেও এটি সেখানে ছিল। চর উন্নয়ন কমিটির নেতাদের দাবি, অপরিচ্ছন্ন ও নোংরা ভবনটি পরিষ্কার করে পরিবেশ ভালো রাখার জন্য তাঁরা সেখানে সাইনবোর্ড লাগিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিনে উপজেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া কার্যালয়টিতে বর্তমানে দরজা-জানালা নেই।
এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর কুড়িগ্রামে চর উন্নয়ন কমিটি গঠন করা হয়। কুড়িগ্রামসহ দেশের চরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে এই কমিটি কাজ করছে। বিএনপি ও সমমনা লোকদের নিয়ে কমিটি গঠন করা হলেও দায়িত্বশীলদের দাবি, এটি একটি অরাজনৈতিক সংগঠন।
খোঁজ নিয়ে জানা গেছে, উলিপুর উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সোলায়মান আলী সরকার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া কমিটির বেশির ভাগ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো প্রসঙ্গে জানতে চাইলে সোলায়মান আলী বলেন, ‘ভবনটি নোংরা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে আশপাশের ব্যবসায়ী ও লোকজনের সমস্যা হয়। আমরা একে পরিচ্ছন্ন রাখতে চর উন্নয়ন কমিটির অফিসকক্ষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আইনি কোনো বাধা থাকলে আমরা সরে যাব।’
সোলায়মান আরও বলেন, ‘আমরা যতটা জানি, এই জায়গাটা কারও নামে নেই। চর উন্নয়ন কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা মনে করি, জায়গাটা যদি ব্যবহার করা যায় তাহলে আশপাশের পরিবেশটা ভালো থাকবে।’
অন্যদিকে এরশাদুল হাবীব বলেন, ‘এটা আওয়ামী লীগের কার্যালয় ছিল, কিন্তু কাগজপত্রে কোথাও এর হদিস পাবেন না। তারা এটা ব্যবহার করছে, যেভাবে দেশ পরিচালনা করেছে দুর্বৃত্তায়ন করে সেভাবে। আমরা এটি অবৈধভাবে ব্যবহার করব না। প্রক্রিয়া মেনে যেভাবে প্রশাসনের কাছে এটা লিজ নেওয়া যায়, সেভাবে নিয়ে ব্যবহার করব। পরিচ্ছন্নতার স্বার্থে আপাতত ভবনটিতে উপজেলা চর উন্নয়ন কমিটির কার্যক্রম চালানো হবে।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এভাবে কোনো রাজনৈতিক দলের কার্যালয় দখল করা নিন্দনীয়। কিন্তু চলমান পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই। নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে কিছু বলতে পারছি না।’
বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৩২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
১০ মিনিট আগেসাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ডিভিশনের আদেশ দেন।
১১ মিনিট আগেহাফ ভাড়া নিয়ে বিতর্কের জেরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী নীলাচল পরিবহনের ৯টি বাস আটকে রেখে পরে ছেড়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বাস ছেড়ে দেওয়ার সময় টাকা নিয়ে মধ্যস্থতার অভিযোগ উঠেছে।
১৩ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনার দ্রুত বিচার এবং আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকালে কলেজের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এদিকে গত মঙ্গলবার দলবদ্ধ ধর্ষণ মামলার বিচার দ্রুত বিচার
১৬ মিনিট আগে