Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১২: ৪২
বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রভাষক আব্দুল খালেক নামে এক মৎস্যজীবী লীগ নেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে একই দিন রাত সাড়ে ৯টায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের ডুরামারী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আব্দুল খালেক বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্যজীবী লীগ কমিটির সদস্যসচিব ছিলেন। তিনি উপজেলার দুওসুও ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের মৃত হাজির উদ্দীনের ছেলে এবং সদর উপজেলার হরিহরপুর আলিম মাদ্রাসার প্রভাষক ছিলেন।

উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাতে কোচিং শেষ করে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের ডুরামারী এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে থাকা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন প্রভাষক আব্দুল খালেক। তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়ার পথেই মারা যান তিনি।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর বড় ভাই দুওসুও ইউনিয়নের ইউপি সদস্য মুক্তাদুর রহমান।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক শেখ লায়ন শেখ আজগর নস্কর। উপদপ্তর সম্পাদক গোলাম সাব্বিরের স্বাক্ষরিত এক শোকবার্তায় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত