জসিম উদ্দিন ও রেজা মাহমুদ, পার্বতীপুর থেকে
রাত পোহালেই অনুষ্ঠিত হবে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। দুটি ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে মামলার কারণে দীর্ঘ ১২ বছর ৮ মাস বন্ধ ছিল এই পৌরসভার নির্বাচন। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন। এর আগে ২০১১ সালের ২৭ জানুয়ারি সর্বশেষ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এদিকে নির্বাচনকে সফল করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে র্যাব, বিজিবি, পুলিশসহ আনসার বাহিনীর সদস্যদের। প্রতি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে মেয়র পদে দুজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে আমজাদ হোসেন এবং বি়এনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন। পার্বতীপুর পৌরসভার মোট ভোটার রয়েছেন ৩৩ হাজার ৩৯৯ জন। এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ৯২৬ ও পুরুষ ভোটার ১৬ হাজার ৪৭০ জন।
পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ১০৮টি বুথে ইভিএমে ভোট গ্রহণ হবে।
পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সঙ্গে সীমানা জটিলতায় একটি পক্ষ আদালতে মামলা দায়ের করে। এ কারণে এত দিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত থাকে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে মামলা নিষ্পত্তি হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে যেন ভোটারেরা ভোট দিতে পারেন সে জন্য দিনাজপুর জেলা পুলিশ সুপারসহ পুলিশের সিনিয়র কর্মকর্তা, পার্বতীপুর থানা-পুলিশ কাজ করছে।
দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক আজকের পত্রিকাকে জানান, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা কর্মরত থাকবেন। এ ছাড়া নিরাপত্তার জন্য মাঠে রয়েছেন প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য।’
রাত পোহালেই অনুষ্ঠিত হবে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। দুটি ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে মামলার কারণে দীর্ঘ ১২ বছর ৮ মাস বন্ধ ছিল এই পৌরসভার নির্বাচন। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন। এর আগে ২০১১ সালের ২৭ জানুয়ারি সর্বশেষ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এদিকে নির্বাচনকে সফল করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে র্যাব, বিজিবি, পুলিশসহ আনসার বাহিনীর সদস্যদের। প্রতি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচনে মেয়র পদে দুজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে আমজাদ হোসেন এবং বি়এনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন। পার্বতীপুর পৌরসভার মোট ভোটার রয়েছেন ৩৩ হাজার ৩৯৯ জন। এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ৯২৬ ও পুরুষ ভোটার ১৬ হাজার ৪৭০ জন।
পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে ১০৮টি বুথে ইভিএমে ভোট গ্রহণ হবে।
পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সঙ্গে সীমানা জটিলতায় একটি পক্ষ আদালতে মামলা দায়ের করে। এ কারণে এত দিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত থাকে। পরবর্তীতে উচ্চ আদালত থেকে মামলা নিষ্পত্তি হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে যেন ভোটারেরা ভোট দিতে পারেন সে জন্য দিনাজপুর জেলা পুলিশ সুপারসহ পুলিশের সিনিয়র কর্মকর্তা, পার্বতীপুর থানা-পুলিশ কাজ করছে।
দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক আজকের পত্রিকাকে জানান, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা কর্মরত থাকবেন। এ ছাড়া নিরাপত্তার জন্য মাঠে রয়েছেন প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১০ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১ ঘণ্টা আগে