দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে অটোরিকশার চালক ও পথচারীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে শহরের চুড়িপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মো. খালেকুল ইসলাম (৪০)। তিনি বিরল উপজেলার মোহনপুর এলাকার মৃত ছাবের হোসেনের ছেলে। তিনি গত এক যুগের অধিক সময় ধরে দিনাজপুর পৌরসভার মেদ্ধাপাড়া এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় অভিযুক্ত পথচারীর নাম সন্তোষ ডাল মিয়া (৬০)। তিনি শহরের মালদহপট্টি এলাকার মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী বলে জানা গেছে।
নিহতের বড় ভাই মিরাজুল ইসলাম ও স্থানীয়রা বলছে, প্রতি শুক্রবার ওই এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বউবাজার বসে। সে কারণে চুরিপট্টি-চারু বাবুর মোড় সড়ক, মালদাহপট্টির একাংশে ক্রেতার ভিড় থাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনায় সময় চুড়িপট্টি মোড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। যানজটে পড়ে তিনি ইজিবাইক চালক খালেকুলকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে প্রতুত্তর করেন খালেকুল। এ সময় সন্তোষ কুমার রেগে গিয়ে তাঁর ঘাড়ে ঘুষি মারেন। ঘুষি খেয়ে খালেকুল পড়ে যায়। কান দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে খালেকুলের স্ত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামীকে ইজিবাইকে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের শ্যালক ইসমাইল হোসেন বলেন, হাসপাতালের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হাসপাতালে আসার আগে তাঁর মৃত্যু ঘটেছে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘একজন ইজিবাইক চালকের মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দিনাজপুরে অটোরিকশার চালক ও পথচারীর মধ্যে বাগ্বিতণ্ডার জেরে ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে শহরের চুড়িপট্টি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম মো. খালেকুল ইসলাম (৪০)। তিনি বিরল উপজেলার মোহনপুর এলাকার মৃত ছাবের হোসেনের ছেলে। তিনি গত এক যুগের অধিক সময় ধরে দিনাজপুর পৌরসভার মেদ্ধাপাড়া এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় অভিযুক্ত পথচারীর নাম সন্তোষ ডাল মিয়া (৬০)। তিনি শহরের মালদহপট্টি এলাকার মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী বলে জানা গেছে।
নিহতের বড় ভাই মিরাজুল ইসলাম ও স্থানীয়রা বলছে, প্রতি শুক্রবার ওই এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত বউবাজার বসে। সে কারণে চুরিপট্টি-চারু বাবুর মোড় সড়ক, মালদাহপট্টির একাংশে ক্রেতার ভিড় থাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনায় সময় চুড়িপট্টি মোড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। যানজটে পড়ে তিনি ইজিবাইক চালক খালেকুলকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে প্রতুত্তর করেন খালেকুল। এ সময় সন্তোষ কুমার রেগে গিয়ে তাঁর ঘাড়ে ঘুষি মারেন। ঘুষি খেয়ে খালেকুল পড়ে যায়। কান দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে খালেকুলের স্ত্রী নুরজাহান বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামীকে ইজিবাইকে তুলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের শ্যালক ইসমাইল হোসেন বলেন, হাসপাতালের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হাসপাতালে আসার আগে তাঁর মৃত্যু ঘটেছে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘একজন ইজিবাইক চালকের মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ফজলুর রহমান। তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে তাঁর সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ চলছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
৯ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে পাঁচ লাখ টাকা মূল্যের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরির পর এবার বেশ কিছু রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।
২০ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ধরে আনন্দবাজার, কীর্তনখোলা নদীর পাড়, নবনির্মিত নভোথিয়েটার ভবনসহ আশপাশের এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মঞ্জুকে খুঁজে বেড়ালেও তাঁকে পাওয়া যায়নি। রাত দেড়টার দিকে মঞ্জুর মোটরসাইকেলটি ব্রিজে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।
২৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁরা এ মানববন্ধন করেন। এ সময় বিআরটি প্রকল্পের উড়ালসেতুর টঙ্গী বাজার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে