Ajker Patrika

কুকুরের তাড়া খেয়ে দৌড়, মায়ের সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৪, ১৭: ২৫
কুকুরের তাড়া খেয়ে দৌড়, মায়ের সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

দিনাজপুরের বিরামপুরে নানার বাড়িতে আসা এক শিশু কুকুরের তাড়া খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিরামপুর কলেজ বাজার পেট্রলপাম্প এলাকায় তার মায়ের সামনেই এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম তাহমেদ সরকার (৯)। সে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর মধুপুর গ্রামের শামীম সরকারের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, বিরামপুর পৌর এলাকার চাঁদপুর মাহালীপাড়ার আফাজ উদ্দিন বার্ধক্যজনিত কারণে পাঁচ দিন আগে মৃত্যুবরণ করেন। সেখানে আফাজ উদ্দিনের মেয়ে আজিজা বেগম স্বামীর বাড়ি থেকে তার দুই শিশুসন্তানকে নিয়ে বাবার কুলখানির অনুষ্ঠানে আসেন। 

আজ বৃহস্পতিবার সকালে ওই নারী আজিজা বেগম তাঁর ছেলে তাহমেদ সরকারকে সঙ্গে নিয়ে বাবার কবর জিয়ারত শেষে ফিরছিলেন। পথে পেট্রলপাম্প এলাকায় শিশু তাহমেদকে কয়েকটি কুকুর তাড়া করে। এ সময় তাহমেদ দৌড়ে পালাতে গিয়ে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়। চোখের সামনে ছেলে মর্মান্তিক মৃত্যুতে মা আজিজা বেগম দিশেহারা হয়ে পড়েন। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত