Ajker Patrika

উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মারা যাওয়া দুই ভাই ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে। আজ সোমবার (১২ মে) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার তারা ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

এলাকাবাসী জানায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি এলাকায় ব্রহ্মপুত্র নদে শনিবার (১০ মে) বিকেলে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম আলী ও ইমরান হোসেন। পরে উলিপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। এর পর থেকে তাদের আর খোঁজ মেলেনি। আজ সকালে ঘটনাস্থলের তিন কিলোমিটার দূরে ভাটিতে পার্শ্ববর্তী হাতিয়া ইউনিয়নের অনন্তপুর পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত