Ajker Patrika

‘সমাবেশও শ্যাষ গাড়িও খুলিল, এতে বোঝো দ্যাশোত কী হওছে’

রংপুর প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৯: ১৫
‘সমাবেশও শ্যাষ গাড়িও খুলিল, এতে বোঝো দ্যাশোত কী হওছে’

‘যকনে ফখরুল মাঠোত ভাষণ শ্যাষ করছে, তকনে গাড়িঘোড়া চলা শুরু করিছে। যেগল্যা মানুষ অটো সিএনজিত আসছেলো, তামরা নেড়ানেড়ি হয়া গাড়িগুলাত চড়ি বাড়িত গেইছে। ঠেলাঠেলির ভয়তে কাইল রাইতোত বাসোত ওঁঠো নাই। সমাবেশও শ্যাষ, গাড়িও খুলিল! এতে বোঝো দ্যাশোত কী হওছে!’

রংপুর মেডিকেল মোড়ে কথাগুলো বলছিলেন বীরগঞ্জের একরামুল হক। দুদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেড় বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আজ রোববার স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

একরামুলের পাশে দাঁড়িয়ে থাকা সৈয়দপুরের নিজবাড়ি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘শুনেছি পরিবহন মালিকেরা মহাসড়কে ইজিবাইক, সিএনজির চলাচল বন্ধে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু ধর্মঘট দিয়ে তো সিএনজি, ইজিবাইকই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা ছিল। তা ছাড়া এগুলো বন্ধে তো সরকার কোনো পদক্ষেপ নিল না। তাহলে ধর্মঘট করে কী হলো?’

শুধু একরামুল আর মিজানুর রহমানই নন, দুদিনের পরিবহন ধর্মঘটের পর যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দূরের যাত্রীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ছাড়া ধর্মঘটে কী পেল পরিবহন মালিকেরা? এমন প্রশ্নই ছিল সাধারণ যাত্রীদের।

এ বিষয়ে জানতে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল করছে। এসব বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানি বন্ধে দুই দিনের ধর্মঘট দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ধর্মঘট শেষ হয়েছে। এরপর থেকে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল শুরু হয়।

দুই দিনের পরিবহন ধর্মঘটে কী পেলেন জানতে চাইলে মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাস, ট্রাক, মাইক্রোবাস মালিক সমিতিসহ আলোচনা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। কী পেলাম আর কী পেলাম না সেটা সময়েই বোঝা যাবে। আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি, তাঁরা যাতে হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত