রংপুর প্রতিনিধি
‘যকনে ফখরুল মাঠোত ভাষণ শ্যাষ করছে, তকনে গাড়িঘোড়া চলা শুরু করিছে। যেগল্যা মানুষ অটো সিএনজিত আসছেলো, তামরা নেড়ানেড়ি হয়া গাড়িগুলাত চড়ি বাড়িত গেইছে। ঠেলাঠেলির ভয়তে কাইল রাইতোত বাসোত ওঁঠো নাই। সমাবেশও শ্যাষ, গাড়িও খুলিল! এতে বোঝো দ্যাশোত কী হওছে!’
রংপুর মেডিকেল মোড়ে কথাগুলো বলছিলেন বীরগঞ্জের একরামুল হক। দুদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেড় বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আজ রোববার স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।
একরামুলের পাশে দাঁড়িয়ে থাকা সৈয়দপুরের নিজবাড়ি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘শুনেছি পরিবহন মালিকেরা মহাসড়কে ইজিবাইক, সিএনজির চলাচল বন্ধে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু ধর্মঘট দিয়ে তো সিএনজি, ইজিবাইকই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা ছিল। তা ছাড়া এগুলো বন্ধে তো সরকার কোনো পদক্ষেপ নিল না। তাহলে ধর্মঘট করে কী হলো?’
শুধু একরামুল আর মিজানুর রহমানই নন, দুদিনের পরিবহন ধর্মঘটের পর যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দূরের যাত্রীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ছাড়া ধর্মঘটে কী পেল পরিবহন মালিকেরা? এমন প্রশ্নই ছিল সাধারণ যাত্রীদের।
এ বিষয়ে জানতে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল করছে। এসব বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানি বন্ধে দুই দিনের ধর্মঘট দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ধর্মঘট শেষ হয়েছে। এরপর থেকে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল শুরু হয়।
দুই দিনের পরিবহন ধর্মঘটে কী পেলেন জানতে চাইলে মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাস, ট্রাক, মাইক্রোবাস মালিক সমিতিসহ আলোচনা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। কী পেলাম আর কী পেলাম না সেটা সময়েই বোঝা যাবে। আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি, তাঁরা যাতে হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করে।’
‘যকনে ফখরুল মাঠোত ভাষণ শ্যাষ করছে, তকনে গাড়িঘোড়া চলা শুরু করিছে। যেগল্যা মানুষ অটো সিএনজিত আসছেলো, তামরা নেড়ানেড়ি হয়া গাড়িগুলাত চড়ি বাড়িত গেইছে। ঠেলাঠেলির ভয়তে কাইল রাইতোত বাসোত ওঁঠো নাই। সমাবেশও শ্যাষ, গাড়িও খুলিল! এতে বোঝো দ্যাশোত কী হওছে!’
রংপুর মেডিকেল মোড়ে কথাগুলো বলছিলেন বীরগঞ্জের একরামুল হক। দুদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেড় বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আজ রোববার স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।
একরামুলের পাশে দাঁড়িয়ে থাকা সৈয়দপুরের নিজবাড়ি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘শুনেছি পরিবহন মালিকেরা মহাসড়কে ইজিবাইক, সিএনজির চলাচল বন্ধে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু ধর্মঘট দিয়ে তো সিএনজি, ইজিবাইকই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা ছিল। তা ছাড়া এগুলো বন্ধে তো সরকার কোনো পদক্ষেপ নিল না। তাহলে ধর্মঘট করে কী হলো?’
শুধু একরামুল আর মিজানুর রহমানই নন, দুদিনের পরিবহন ধর্মঘটের পর যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দূরের যাত্রীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ছাড়া ধর্মঘটে কী পেল পরিবহন মালিকেরা? এমন প্রশ্নই ছিল সাধারণ যাত্রীদের।
এ বিষয়ে জানতে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল করছে। এসব বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানি বন্ধে দুই দিনের ধর্মঘট দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ধর্মঘট শেষ হয়েছে। এরপর থেকে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল শুরু হয়।
দুই দিনের পরিবহন ধর্মঘটে কী পেলেন জানতে চাইলে মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাস, ট্রাক, মাইক্রোবাস মালিক সমিতিসহ আলোচনা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। কী পেলাম আর কী পেলাম না সেটা সময়েই বোঝা যাবে। আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি, তাঁরা যাতে হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করে।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৭ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৮ মিনিট আগে