Ajker Patrika

পেটের পীড়া নিয়ে হাসপাতালে পুলিশ কর্মকর্তা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৪, ১৩: ৩২
পেটের পীড়া নিয়ে হাসপাতালে পুলিশ কর্মকর্তা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মির্জা জাফরুল ইসলাম (৫১) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। চিকিৎসক বলছেন পেটের পীড়া থাকলেও হৃদরোগে  তাঁর মৃত্যু হতে পারে। 

জাফরুল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছেলে। তিনি নীলফামারী থেকে সদ্য বদলি হয়ে ঢাকার উত্তরা থানার আব্দুল্লাপুরে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক হিসেবে যোগদান করেন। 

চিকিৎসাধীন অবস্থায় মির্জা জাফরুলের মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম চয়ন। তিনি বলেন, ‘গতকাল রোববার বেলা ৩টার দিকে জাফরুল ইসলাম বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে ভর্তি রেখে স্যালাইন দেওয়ার পর তিনি সুস্থ অনুভব করেন। একপর্যায়ে বাড়িও চলে যেতে চান। তবে রাত ৯টার দিকে আবার তাঁর বমি শুরু হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি মারা যান।’ 

রকিবুল আলম আরও বলেন, ‘ধারণা করছি হৃদ্‌রোগে মির্জা জাফরুলের মৃত্যু হতে পারে। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’ 

জাফরুল ইসলামের ছেলে মির্জা আলমগীর বলেন, ‘পাঁচ দিনের ছুটিতে আসেন বাবা। গতকাল রোববার সকালে বাড়িতে সেমাই খাওয়ার পরে পেটের সমস্যা দেখা দেয় তাঁর। এরপরে ডায়রিয়া শুরু হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করি। সেখানে রাত ৯টার দিকে মারা যান। বাবার হার্টেরও একটু সমস্যা ছিল।’ 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল আলম বলেন, ‘পারিবারিক কবরস্থানে আজ বিকেলে মির্জা জাফরুলকে দাফন করা হবে। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত