Ajker Patrika

অনিয়ম করেছি, তবে সেটা মানুষের জন্য: বিদায়ী ইউএনও যোবায়ের

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৪০
অনিয়ম করেছি, তবে সেটা মানুষের জন্য: বিদায়ী ইউএনও যোবায়ের

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেনকে উপপরিচালক পদে পদোন্নতি দিয়ে রাজশাহী কর্ম কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। বিদায়বেলায় তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানিয়েছে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় প্রতিষ্ঠানের প্রধানগণ এবং গণমাধ্যমকর্মীরা। 

আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনার আয়োজন করে অফিসার্স ক্লাব। এতে উপজেলার রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

বিদায়ী ইউএনও যোবায়ের হোসেন সাংবাদিকদের বলেন, ‘উপজেলাটিতে দীর্ঘ দুই বছরের বেশি সময় কাজ করেছি। স্থানীয় সাংবাদিকেরা আমার কোনো সমস্যা পেলে সেটা সরাসরি বলেছেন, আমি সমাধান করেছি। দুর্নীতি করার সুযোগ ছিল না। তবে কিছু অনিয়ম করেছি, মানুষের সেবার জন্য এটা আমাকে করতে হয়েছে। করোনার ১০০ জনের বরাদ্দ ভাগ করে ২০০ জনের মাঝে বিতরণ করেছি। এটা অনিয়ম হলেও আমাকে করতে হয়েছে, সাধারণ মানুষের জন্য।’ 

বিদায় সংবর্ধনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম, ইউএনওর সহধর্মিণী মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহিদুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলায় ২০২০ সালের আগস্ট মাসে যোগদান করেন ইউএনও যোবায়ের হোসেন। এরপরে দুবার বদলির আদেশ হলেও বাতিল হয়ে যায়। পরে আগস্টের ২৯ তারিখে তাঁকে উপপরিচালক পদে পদোন্নতি দিয়ে রাজশাহী কর্ম কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত