পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় সুমন মিয়া (২৮) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে সুদের কারবারির বিরুদ্ধে। বাড়ি থেকে ডেকে নিয়ে তিন দিন ধরে শিকলে বেঁধে নির্যাতনে করা হয় ওই যুবককে। এরপর অসুস্থ হয়ে পড়লে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল শুক্রবার গভীর রাতে পীরগাছা থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজন সুদ কারবারিকে গ্রেপ্তার করেছে। এদিকে হাসপাতালে ভর্তি আহত যুবকের অবস্থা অবনতি হলে আজ শনিবার তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গতকাল শুক্রবার উপজেলার কান্দি ইউনিয়নের চাপড়া বগুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার চারজনকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী যুবকের বাবা শফিকুল ইসলাম ছপু।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ধারের ৬০ হাজার টাকা পাওয়ার অজুহাতে চাপড়া বগুড়াপাড়া গ্রামের শফিকুল ইসলাম ছপুর ছেলে সুমন মিয়ার (২৮) অপহরণ করে নিয়ে যান একই গ্রামের সুদের কারবারি মনজু মিয়া ও তাঁর ছেলে রেজওয়ান, ইমরান ও আরিফ মিয়া। এ সময় তাঁরা সুমন মিয়াকে জিম্মি করে টাকা পরিশোধের জন্য তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। বেকার সুমন মিয়ার কাছে কিসের টাকা পাবেন, এত টাকা তাঁকে কেন দেওয়া হলো? এসব বিষয় তাঁর বাবা ও স্ত্রী জানার চেষ্টা করলেও তাঁদের কিছু বলা হয়নি। কিন্তু বুধবার থেকে শিকলে বেঁধে রাখা হয় সুমন মিয়াকে। তাঁকে খাবারও দেয়নি তাঁরা। উল্টো পানিভর্তি বোতল দিয়ে তাঁর সারা শরীরে চলান নির্যাতন। একপর্যায়ে সুমন মিয়া পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে পানিতে চুবানো হয়। হাতমুখ বেঁধে রাতভর চলানো হয় নির্যাতন।
এদিকে সুমন মিয়ার বাবা ছপু ও স্ত্রী লাকী বেগম টাকা পরিশোধে সময় চাইলে গতকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেন অভিযুক্ত ব্যক্তিরা। এই সময়ের টাকা না পেয়ে তাঁকে মেরে ফেলার জন্য বস্তা ও ধারালো ছুরি নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, এমন খবরে ভেঙে পড়ে সুমন মিয়ার পারবার। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে প্রতিকার চাইলে রাত আড়াইটার দিকে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সুদের কারবারি মনজু মিয়ার বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। এ সময় মনজু মিয়ার ছেলে আরিফ মিয়াকে (২৪) আটক করে থানায় নিয়ে আসেন।
আজ হাসপাতালে গেলে সুমন মিয়ার স্ত্রী লাকী বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। কী কারণে তাকে এত টাকা দিল এবং তার জন্য এভাবে নির্মমভাবে মারল জানি না। আমার স্বামীও টাকা নেওয়ার বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবু আমরা টাকা পরিশোধে সময় চাইলেও তারা শোনেনি। তাকে মেরে ফেলার চেষ্টা করছে।’
সুমন মিয়ার বাবা শফিকুল ইসলাম ছপু বলেন, ‘ছেলের অবস্থা খারাপ। তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আমি এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর বিচার চাই।’
ঘটনার বিষয় জানতে অভিযুক্ত মনজু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। তাঁর এক স্বজন আনজু মিয়া বলেন, ‘অটোভ্যান কেনার জন্য সুমন মিয়া ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন। এ টাকা উদ্ধারে তাঁকে ধরে আনা হয়েছে বলে জানি।’
এ ব্যাপারে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা সুমন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এ সময় আরিফ মিয়া নামে একজনকে আটক করি। আজ শনিবার মামলা দায়েরের পর আরিফ মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।’
রংপুরের পীরগাছায় সুমন মিয়া (২৮) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে সুদের কারবারির বিরুদ্ধে। বাড়ি থেকে ডেকে নিয়ে তিন দিন ধরে শিকলে বেঁধে নির্যাতনে করা হয় ওই যুবককে। এরপর অসুস্থ হয়ে পড়লে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল শুক্রবার গভীর রাতে পীরগাছা থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজন সুদ কারবারিকে গ্রেপ্তার করেছে। এদিকে হাসপাতালে ভর্তি আহত যুবকের অবস্থা অবনতি হলে আজ শনিবার তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গতকাল শুক্রবার উপজেলার কান্দি ইউনিয়নের চাপড়া বগুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার চারজনকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী যুবকের বাবা শফিকুল ইসলাম ছপু।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ধারের ৬০ হাজার টাকা পাওয়ার অজুহাতে চাপড়া বগুড়াপাড়া গ্রামের শফিকুল ইসলাম ছপুর ছেলে সুমন মিয়ার (২৮) অপহরণ করে নিয়ে যান একই গ্রামের সুদের কারবারি মনজু মিয়া ও তাঁর ছেলে রেজওয়ান, ইমরান ও আরিফ মিয়া। এ সময় তাঁরা সুমন মিয়াকে জিম্মি করে টাকা পরিশোধের জন্য তাঁর পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। বেকার সুমন মিয়ার কাছে কিসের টাকা পাবেন, এত টাকা তাঁকে কেন দেওয়া হলো? এসব বিষয় তাঁর বাবা ও স্ত্রী জানার চেষ্টা করলেও তাঁদের কিছু বলা হয়নি। কিন্তু বুধবার থেকে শিকলে বেঁধে রাখা হয় সুমন মিয়াকে। তাঁকে খাবারও দেয়নি তাঁরা। উল্টো পানিভর্তি বোতল দিয়ে তাঁর সারা শরীরে চলান নির্যাতন। একপর্যায়ে সুমন মিয়া পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে পানিতে চুবানো হয়। হাতমুখ বেঁধে রাতভর চলানো হয় নির্যাতন।
এদিকে সুমন মিয়ার বাবা ছপু ও স্ত্রী লাকী বেগম টাকা পরিশোধে সময় চাইলে গতকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেন অভিযুক্ত ব্যক্তিরা। এই সময়ের টাকা না পেয়ে তাঁকে মেরে ফেলার জন্য বস্তা ও ধারালো ছুরি নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, এমন খবরে ভেঙে পড়ে সুমন মিয়ার পারবার। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে প্রতিকার চাইলে রাত আড়াইটার দিকে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সুদের কারবারি মনজু মিয়ার বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। এ সময় মনজু মিয়ার ছেলে আরিফ মিয়াকে (২৪) আটক করে থানায় নিয়ে আসেন।
আজ হাসপাতালে গেলে সুমন মিয়ার স্ত্রী লাকী বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। কী কারণে তাকে এত টাকা দিল এবং তার জন্য এভাবে নির্মমভাবে মারল জানি না। আমার স্বামীও টাকা নেওয়ার বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবু আমরা টাকা পরিশোধে সময় চাইলেও তারা শোনেনি। তাকে মেরে ফেলার চেষ্টা করছে।’
সুমন মিয়ার বাবা শফিকুল ইসলাম ছপু বলেন, ‘ছেলের অবস্থা খারাপ। তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আমি এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর বিচার চাই।’
ঘটনার বিষয় জানতে অভিযুক্ত মনজু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। তাঁর এক স্বজন আনজু মিয়া বলেন, ‘অটোভ্যান কেনার জন্য সুমন মিয়া ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন। এ টাকা উদ্ধারে তাঁকে ধরে আনা হয়েছে বলে জানি।’
এ ব্যাপারে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা সুমন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এ সময় আরিফ মিয়া নামে একজনকে আটক করি। আজ শনিবার মামলা দায়েরের পর আরিফ মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে