ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলায় সাপের কামড়ে আলী আকবর (৫১) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভ্যাকসিন না থাকার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ মে) রাতে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি ওই ইউনিয়নের খড়িবাড়ি কাচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আলী আকবরের ভাই রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বড় ভাই আলী আকবর শনিবার বিকেলে কৃষি জমিতে সেচ দিতে যান। এ সময় সেচের ড্রেন পরিষ্কার করতে গিয়ে একটি বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। তাৎক্ষণিক বাসায় এসে পরিবারের লোকজনকে জানালে আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।’
সাপে কাটার ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘জেলা শহরের একটি হাসপাতালে ভ্যাকসিন না পাওয়াটা খুবই দুঃখজনক। আজ যদি ভ্যাকসিন পাওয়া যেত তাহলে ওই শিক্ষকের মৃত্যু হতো না।’
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাদাত শাহরিয়ার বলেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নেই। ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে।’
ঠাকুরগাঁও সদর উপজেলায় সাপের কামড়ে আলী আকবর (৫১) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভ্যাকসিন না থাকার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ মে) রাতে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তিনি ওই ইউনিয়নের খড়িবাড়ি কাচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আলী আকবরের ভাই রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বড় ভাই আলী আকবর শনিবার বিকেলে কৃষি জমিতে সেচ দিতে যান। এ সময় সেচের ড্রেন পরিষ্কার করতে গিয়ে একটি বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। তাৎক্ষণিক বাসায় এসে পরিবারের লোকজনকে জানালে আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।’
সাপে কাটার ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘জেলা শহরের একটি হাসপাতালে ভ্যাকসিন না পাওয়াটা খুবই দুঃখজনক। আজ যদি ভ্যাকসিন পাওয়া যেত তাহলে ওই শিক্ষকের মৃত্যু হতো না।’
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাদাত শাহরিয়ার বলেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নেই। ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৭ মিনিট আগে