নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল দিন দিন কমে আসছে। ২ হাজার ৮৫৯ জনবলের বিপরীতে বর্তমানে ৮৬০ জন কর্মরত রয়েছেন। কারখানার জনবলসংকট দূর করতে শিগগির দুই হাজার লোক নিয়োগ দিয়ে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আজ শনিবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকার রেলওয়েকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে। গোল্ডেন হ্যান্ডশেকের নামে শ্রমিক ছাঁটাই করে রেলকে পঙ্গু করে দিয়েছিল বিএনপি-জামায়াত। রেলওয়ে জনবলসংকট দূর করতে শিগগির সেসব শূন্যপদ পূরণ করা হবে।
রেলপথমন্ত্রী বলেন, ‘রেলের বেহাত হওয়া জমি দখলমুক্ত করে রেলওয়ে কারখানার আধুনিকায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে। রেলওয়ে সেতু কারখানায় অতীতে রেলসেতুর গার্ডার তৈরি হতো। কারখানাটি আবার সচল করা হবে। অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি রেলওয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য।’
জিল্লুল হাকিম বলেন, রেলওয়ে যাত্রীবান্ধব করতে নতুন নতুন রেলপথ স্থাপন ও সেবার মান বৃদ্ধি করতে হবে।
এর আগে রেলওয়ে কারখানায় এসে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কারখানায় স্থাপিত স্মৃতিসৌধ ‘অদম্য স্বাধীনতা’য় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন মন্ত্রী। পরে কারখানার ২৯টি শপ (উপকারখানা) ঘুরে ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, মহাপরিচালক (ডিজি) কামরুল হাসান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই, পশ্চিম) মুহম্মদ কুদরত-ই খুদা, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন প্রমুখ।
রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল দিন দিন কমে আসছে। ২ হাজার ৮৫৯ জনবলের বিপরীতে বর্তমানে ৮৬০ জন কর্মরত রয়েছেন। কারখানার জনবলসংকট দূর করতে শিগগির দুই হাজার লোক নিয়োগ দিয়ে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আজ শনিবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকার রেলওয়েকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে। গোল্ডেন হ্যান্ডশেকের নামে শ্রমিক ছাঁটাই করে রেলকে পঙ্গু করে দিয়েছিল বিএনপি-জামায়াত। রেলওয়ে জনবলসংকট দূর করতে শিগগির সেসব শূন্যপদ পূরণ করা হবে।
রেলপথমন্ত্রী বলেন, ‘রেলের বেহাত হওয়া জমি দখলমুক্ত করে রেলওয়ে কারখানার আধুনিকায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে। রেলওয়ে সেতু কারখানায় অতীতে রেলসেতুর গার্ডার তৈরি হতো। কারখানাটি আবার সচল করা হবে। অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি রেলওয়ের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য।’
জিল্লুল হাকিম বলেন, রেলওয়ে যাত্রীবান্ধব করতে নতুন নতুন রেলপথ স্থাপন ও সেবার মান বৃদ্ধি করতে হবে।
এর আগে রেলওয়ে কারখানায় এসে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কারখানায় স্থাপিত স্মৃতিসৌধ ‘অদম্য স্বাধীনতা’য় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন মন্ত্রী। পরে কারখানার ২৯টি শপ (উপকারখানা) ঘুরে ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, মহাপরিচালক (ডিজি) কামরুল হাসান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই, পশ্চিম) মুহম্মদ কুদরত-ই খুদা, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন প্রমুখ।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৬ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২৮ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে