দিনাজপুর ও ফুলবাড়ী প্রতিনিধি
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের ফলে উত্তরাঞ্চলের মানুষ পর্যাপ্ত জ্বালানি তেল ছাড়াও আগামী ১০০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শুক্রবার দিনাজপুরের পার্বতীপুরে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এর আগে পার্বতীপুরে পাইপলাইন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি ভারত থেকে পাইপলাইনে আসা জ্বালানি তেলের গ্রহণ টার্মিনাল ও নিয়ন্ত্রণকক্ষ ঘুরে দেখেন।
নসরুল হামিদ বলেন, ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে সরাসরি জ্বালানি তেল আসবে পার্বতীপুরে। ফলে অল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে উত্তরাঞ্চলসহ দেশব্যাপী নিরাপদে জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে। এ প্রকল্পের ফলে উত্তরাঞ্চলের মানুষ পর্যাপ্ত জ্বালানি তেল ডিজেল ছাড়াও আগামী ১০০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। সেই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান সম্পর্ক আরও উন্নত হবে।
এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব খাইরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার ও অতিরিক্ত সচিব হুমাউন কবির। জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র আমজাদ হোসেন প্রমুখ।
নসরুল হামিদ পরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকারসহ খনির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খনি কর্তৃপক্ষ জানায়, ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পে ১৫০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। জাতীয় গ্রিডের ওপর চাপ অনেকটা কমে যাবে। প্রতিমন্ত্রী সবশেষে বিকেলে মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি লিমিটেডের কঠিনশিলা পাথরখনি প্রকল্প পরিদর্শন করেন।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের ফলে উত্তরাঞ্চলের মানুষ পর্যাপ্ত জ্বালানি তেল ছাড়াও আগামী ১০০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শুক্রবার দিনাজপুরের পার্বতীপুরে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এর আগে পার্বতীপুরে পাইপলাইন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি ভারত থেকে পাইপলাইনে আসা জ্বালানি তেলের গ্রহণ টার্মিনাল ও নিয়ন্ত্রণকক্ষ ঘুরে দেখেন।
নসরুল হামিদ বলেন, ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে সরাসরি জ্বালানি তেল আসবে পার্বতীপুরে। ফলে অল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে উত্তরাঞ্চলসহ দেশব্যাপী নিরাপদে জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে। এ প্রকল্পের ফলে উত্তরাঞ্চলের মানুষ পর্যাপ্ত জ্বালানি তেল ডিজেল ছাড়াও আগামী ১০০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। সেই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান সম্পর্ক আরও উন্নত হবে।
এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব খাইরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার ও অতিরিক্ত সচিব হুমাউন কবির। জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র আমজাদ হোসেন প্রমুখ।
নসরুল হামিদ পরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকারসহ খনির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খনি কর্তৃপক্ষ জানায়, ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পে ১৫০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে। জাতীয় গ্রিডের ওপর চাপ অনেকটা কমে যাবে। প্রতিমন্ত্রী সবশেষে বিকেলে মধ্যপাড়া গ্রানাইট কোম্পানি লিমিটেডের কঠিনশিলা পাথরখনি প্রকল্প পরিদর্শন করেন।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে