বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩ ভ্যানে করে অন্যত্র পরিবহনের সময় পথিমধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩৩ বস্তা চাল ও ৬ বস্তা ডাল স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া মোড়ে এই ঘটনা ঘটে।
বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের সাহিরুল, শুকদেবপুর গ্রামের পারভেজ ও দারইল গ্রামের শাহিনুর ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যার দিকে দুটি ভ্যান ও একটি অটোরিকশায় করে টিসিবির পণ্য বহনের সময় ঢেরাপাটিয়া মোড়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাঁরা ভ্যানগুলো আটক করে চালকদের পণ্যের বিষয়ে জিজ্ঞেস করেন।
ভ্যান চালকেরা স্থানীয়দের জানান, ধামইর ইউপি কার্যালয় থেকে ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু ও সংরক্ষিত সদস্য হারেছা বেগম ৩০ কেজি করে ওজনের ৩৩ বস্তা চাল ও ৫০ কেজি করে ওজনের ছয় বস্তা মসুর ডাল ইউপির কার্যালয় থেকে ঢেরাপাটিয়ায় নিয়ে আসার জন্য তাঁদেরকে ভাড়া নিয়েছেন।
টিসিবির পণ্য পরিবহন করা ভ্যান ও অটোচালকেরা হলেন ধামইর গ্রামের আইজুল (চিকু) ও একই গ্রামের রাশিদুল এবং গোবিন্দপুর মেহেরবাগ (খেড়বাড়ি) গ্রামের ফয়জুল ইসলাম। তাঁরা ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমের নির্দেশে মালামালগুলো পরিবহন করেছেন বলে জানান।
এ বিষয়ে টিসিবির ডিলার ইশতেকার হোসেন লিমন বলেন, টিসিবি পণ্য বিতরণের সময় অনেকে অনুপস্থিত থাকেন। তাঁদের মধ্যে বিতরণের জন্য চাল-ডাল সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমকে দিয়ে দিয়েছি। এ বিষয়ে তাঁরা বলতে পারবেন।
ডিলার ইশতেকার বলেন, গত দুদিন ধরে পণ্য বিতরণ করা হচ্ছে। এবার তেল না থাকায় শুধু চাল ও ডাল অনেকে নিতে না আসায় ইউপি সদস্যদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করা হয়েছে। ইউনিয়নে টিসিবির মোট সুফলভোগী ২ হাজার ৮২৪ জন।
ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু বলেন, ডিলারের পয়েন্টে অনুপস্থিত থাকা উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এসব চাল-ডাল আমার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আগামীকাল রোববার বিতরণ করা হবে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার মোবাইল ফোনে কল করা হয়। তবে তিনি কল ধরেননি।
দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩ ভ্যানে করে অন্যত্র পরিবহনের সময় পথিমধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩৩ বস্তা চাল ও ৬ বস্তা ডাল স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া মোড়ে এই ঘটনা ঘটে।
বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের সাহিরুল, শুকদেবপুর গ্রামের পারভেজ ও দারইল গ্রামের শাহিনুর ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যার দিকে দুটি ভ্যান ও একটি অটোরিকশায় করে টিসিবির পণ্য বহনের সময় ঢেরাপাটিয়া মোড়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাঁরা ভ্যানগুলো আটক করে চালকদের পণ্যের বিষয়ে জিজ্ঞেস করেন।
ভ্যান চালকেরা স্থানীয়দের জানান, ধামইর ইউপি কার্যালয় থেকে ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু ও সংরক্ষিত সদস্য হারেছা বেগম ৩০ কেজি করে ওজনের ৩৩ বস্তা চাল ও ৫০ কেজি করে ওজনের ছয় বস্তা মসুর ডাল ইউপির কার্যালয় থেকে ঢেরাপাটিয়ায় নিয়ে আসার জন্য তাঁদেরকে ভাড়া নিয়েছেন।
টিসিবির পণ্য পরিবহন করা ভ্যান ও অটোচালকেরা হলেন ধামইর গ্রামের আইজুল (চিকু) ও একই গ্রামের রাশিদুল এবং গোবিন্দপুর মেহেরবাগ (খেড়বাড়ি) গ্রামের ফয়জুল ইসলাম। তাঁরা ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমের নির্দেশে মালামালগুলো পরিবহন করেছেন বলে জানান।
এ বিষয়ে টিসিবির ডিলার ইশতেকার হোসেন লিমন বলেন, টিসিবি পণ্য বিতরণের সময় অনেকে অনুপস্থিত থাকেন। তাঁদের মধ্যে বিতরণের জন্য চাল-ডাল সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমকে দিয়ে দিয়েছি। এ বিষয়ে তাঁরা বলতে পারবেন।
ডিলার ইশতেকার বলেন, গত দুদিন ধরে পণ্য বিতরণ করা হচ্ছে। এবার তেল না থাকায় শুধু চাল ও ডাল অনেকে নিতে না আসায় ইউপি সদস্যদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করা হয়েছে। ইউনিয়নে টিসিবির মোট সুফলভোগী ২ হাজার ৮২৪ জন।
ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু বলেন, ডিলারের পয়েন্টে অনুপস্থিত থাকা উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এসব চাল-ডাল আমার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আগামীকাল রোববার বিতরণ করা হবে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার মোবাইল ফোনে কল করা হয়। তবে তিনি কল ধরেননি।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৫ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩০ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৫ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে