Ajker Patrika

কুড়িগ্রামে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামে পথচারীকে বাঁচাতে গিয়ে অটোরিকশায় ধাক্কা লেগে হযরত আলী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধরলা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। 

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। তিনি বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে হযরতের মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

নিহত হযরত আলীর বাড়ি জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারি গ্রামে। তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বিকেলে হযরত মোটরসাইকেল চালিয়ে নাগেশ্বরী থেকে কুড়িগ্রাম শহর হয়ে নিজের বাড়িতে ফিরছিলেন। ধরলা ব্রিজে উঠলে এক পথচারী মোটরসাইকেলের সামনে চলে আসেন। হযরত তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল একটি অটোরিকশায় সঙ্গে ধাক্কা লাগে। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হন হযরত। পথচারীরা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হযরতের মৃত্যু হয়। 

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘ভুক্তভোগী মাথায়, হাতে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত