Ajker Patrika

মরিচের গুঁড়া ছিটিয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম 

নীলফামারী প্রতিনিধি
মরিচের গুঁড়া ছিটিয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম 

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নীলফামারীতে কারি আবুল হোসেন (৬৪) নামে এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার নীলফামারী-ডোমার সড়কের দোলাপাড়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। 

আবুল হোসেন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারির মৃত সমেজ উদ্দিনের ছেলে। তিনি কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাড়ি থেকে সাইকেলে করে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের পড়াতে যাচ্ছিলেন আবুল হোসেন। তিনি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মমতাজ আলী প্রামাণিক বলেন, ‘উনি একজন ভালো মানুষ। প্রশাসনের কাছে অপরাধীকে দ্রুত গ্রেপ্তারে করার অনুরোধ করছি। তা না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’ 

 হামলার ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা পুলিশের টিম মাঠে কাজ করছে।’ 

এদিকে ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী। বিকেলে হরতকীতলা বাজারে কয়েক হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন। তারা দুর্বৃত্তদের গ্রেপ্তার ও তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত