ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া এলাকা থেকে রহিদুল ইসলাম (১৪) নামে ওই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। রশিদুল ওই এলাকার সুলতান আলীর ছেলে। সে ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
রহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, আজ ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসা থেকে বের হয় রহিদুল। পরে ওযু করে ঘরে ফেরার পথে বোরকা পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি তাকে মুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ভোর ৬টার দিকে বাড়ির অদূরে ভুট্টা খড়ের গাদার পাশে হাত, পা, চোখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তিনি রহিদুলকে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেখেন সে নিশ্বাস নিচ্ছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় বাড়ি ফেরে রহিদুল।
ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলী হাসান বলেন, রহিদুল প্রায় সময় মাদ্রাসা ফাঁকি দিয়ে বাড়িতে চলে যেতো। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়।
হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসাছাত্র রহিদুল, মাদ্রাসার শিক্ষক ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ করেও এ ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও মাদ্রাসা থেকে কোনো অভিযোগও কেউ দিতে চাচ্ছে না। তবে রহিদুলের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, সে সম্ভবত এ মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। যার কারণে সে ও তার সমবয়সী কয়েকজন মিলে এ কাণ্ডটি ঘটিয়েছে।’
এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘হত্যার উদ্দেশ্যে তাকে কেউ বাঁধলে পাশে নদী ছিল সেখানে ফেলে দিত। অথবা তাকে যখন ধরতে আসে বোরকা পরিহিত ব্যক্তিরা তখন সে চিৎকার করত। কীভাবে ১ কিলোমিটার দুরে বাড়ির পাশে তাকে রেখে যায়, এটি একটি বড় প্রশ্ন তৈরি হয়। ঘটনাটি তদন্ত করতে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হবে।’
এদিকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
ঠাকুরগাঁওয়ের হরিপুরে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় এক মাদ্রাসাছাত্রকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার ভোরে উপজেলার গেদুড়া ইউনিয়নের পাচঘরিয়া হাজিপাড়া এলাকা থেকে রহিদুল ইসলাম (১৪) নামে ওই কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। রশিদুল ওই এলাকার সুলতান আলীর ছেলে। সে ডাবরী গোরস্থান কওমী ও হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
রহিদুল ইসলামের পরিবার জানিয়েছে, আজ ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাদ্রাসা থেকে বের হয় রহিদুল। পরে ওযু করে ঘরে ফেরার পথে বোরকা পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি তাকে মুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়।
রহিদুল ইসলামের মা রোজিনা বেগম জানান, ভোর ৬টার দিকে বাড়ির অদূরে ভুট্টা খড়ের গাদার পাশে হাত, পা, চোখ কাপড় দিয়ে বাঁধা অবস্থায় তিনি রহিদুলকে দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেখেন সে নিশ্বাস নিচ্ছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় বাড়ি ফেরে রহিদুল।
ডাবরী গোরস্থান কওমী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলী হাসান বলেন, রহিদুল প্রায় সময় মাদ্রাসা ফাঁকি দিয়ে বাড়িতে চলে যেতো। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়।
হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসাছাত্র রহিদুল, মাদ্রাসার শিক্ষক ও তার অভিভাবককে জিজ্ঞাসাবাদ করেও এ ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও মাদ্রাসা থেকে কোনো অভিযোগও কেউ দিতে চাচ্ছে না। তবে রহিদুলের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, সে সম্ভবত এ মাদ্রাসায় পড়তে চাচ্ছে না। যার কারণে সে ও তার সমবয়সী কয়েকজন মিলে এ কাণ্ডটি ঘটিয়েছে।’
এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘হত্যার উদ্দেশ্যে তাকে কেউ বাঁধলে পাশে নদী ছিল সেখানে ফেলে দিত। অথবা তাকে যখন ধরতে আসে বোরকা পরিহিত ব্যক্তিরা তখন সে চিৎকার করত। কীভাবে ১ কিলোমিটার দুরে বাড়ির পাশে তাকে রেখে যায়, এটি একটি বড় প্রশ্ন তৈরি হয়। ঘটনাটি তদন্ত করতে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হবে।’
এদিকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে