Ajker Patrika

প্রকৌশলীর লাশ উদ্ধারের ঘটনায় পু‌লিশ সদস্যসহ ৪ জনের রিমান্ড

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৮: ৪২
প্রকৌশলীর লাশ উদ্ধারের ঘটনায় পু‌লিশ সদস্যসহ ৪ জনের রিমান্ড

কুড়িগ্রামে নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে প্রকৌশলী মাহমুদ উল ফেরদৌস মামুনের লাশ উদ্ধারের ঘটনায় পু‌লিশ কনস্টেবলসহ চারজনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদালতে আসামিদের রিমান্ডের শুনানি হয়। পরে আদালতের বিচারক লিটন চন্দ্র রায় তিন‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন। 

এর আগে গত সোমবার শহরে একটি এনজিও অফিসের পেছনের পুকুর থেকে ওই প্রকৌশলীর ভাসমান লাশ উদ্ধার করে পু‌লিশ। তি‌নি জেলার রাজারহাট উপজেলার গ্রামের ছবরুল হকের ছেলে। গত ৯ অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (‌জিআরও) ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, প্রকৌশলী মামুন (২৮) নিখোঁজের পর তার বাবা রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। প্রাথমিক অনুসন্ধানে পু‌লিশ গত ১৫ অক্টোবর রাতে তিন তরুণকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরের দিন পুকুর থেকে মামু‌নের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই পু‌লিশ কনস্টেবল নুর মোহাম্মদ আপেলকে (‌বি‌পি ১১২৫) নজরদারিতে রাখা হয়। পরে গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখায় পু‌লিশ। অপর তিন আসামি হ‌লেন সোহেল রানা (২২), মমিনুল ইসলাম (১৯) ও ফেরদৌস প্রান্ত (১৯)। 

এ বিষয়ে বিষ‌য়ে কথা বলতে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামানকে মোবাইল ফোনে কল দিয়ে না পাওয়ায় তা‌র বক্তব্য জানা যায়নি।

জেলা পু‌লিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে ব‌লেন, ‘ঘটনার‌ তদ‌ন্তে আসামিদের রিমান্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ করা হ‌বে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পু‌লিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত