Ajker Patrika

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধে একজনের মৃত্যু, আহত ২ 

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধে একজনের মৃত্যু, আহত ২ 

পঞ্চগড়ে পৃথক দুইটি এলাকায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে ইয়াকুব আলী (৮৩) নামে একজনের মৃত্যু এবং ছুরিকাঘাতে শাহিন (২০) ও মৃনাল (১৮) নামে দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সদর উপজেলার সাহেবীজোত ডাঙ্গাপাড়া ও দেবীগঞ্জ পৌরসভার দ্বোসীমানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী সাত মেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

জানা যায়, কিছুদিন ধরে জমি নিয়ে বৈপিত্রেয় বড়ভাই ইয়াকুব আলীর (৮৩) সঙ্গে ছোটভাই আব্দুল মমিনের বিরোধ চলছিল। এ নিয়ে আজ মঙ্গলবার সকালে আবারও বিরোধ বাধলে ছোট ভাই আব্দুল মমিনের কিল–ঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঘটনার পর থেকে নিহতের পরিবারের সবাই পলাতক রয়েছে।

সদর থানার তদন্ত কর্মকর্তা রঞ্জু আহম্মেদ বলেন, ‘রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিল–ঘুষিতে বড়ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে তারা অভিযোগ করেছেন। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করেছি। তবে ইয়াকুব আলী অসুস্থ ছিলেন, তার হাতে ক্যানুলা ও ক্যাথেটার লাগানো ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।’

অপরদিকে দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শাহিন (২০) ও মৃনাল (১৮) নামে দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন রয়েছেন বলে জানান দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত