রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের (রসিক) কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে আদালতে তোলা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত বুধবার রংপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন তিনি।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারের পর শিপলুকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাকারিয়া আলম শিপলু রসিকের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং তাজহাট মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সড়ক ও জনপথ বিভাগের জমি জাল দলিল করে বিক্রির মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত এবং তিনটি মামলার ওয়ারেন্টভুক্তসহ আট মামলার আসামি ছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জমি দখল, বাড়ি নির্মাণে বাধা দেওয়া, ভাঙচুর, মারপিট, চাঁদাবাজির অভিযোগে ২৪৪/ ২২ এবং ১৮১/ ২২ নম্বর মামলা, সেই সঙ্গে বিদ্যুৎ কোর্টে বিল বকেয়া রাখার কারণে ৪০৫৪/ ২১ নম্বর মামলায় ওয়ারেন্ট ছিল। সে কারণে তাঁকে শুক্রবার রাত সাড়ে ৯টায় নগরীর বিনোদপুর এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া তিনি একটি মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। ওয়ারেন্টগুলো আগেই আদালত জারি করলেও প্রক্রিয়াগতভাবে ওয়ারেন্টগুলো আমাদের কাছে না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আদালত থেকে আদেশ পাওয়ার পরপরই তাঁকে আইনের আওতায় আনা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আটটি পুলিশ ভ্যানে করে জাকারিয়া আলম শিপলুর বিনোদপুরের বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ। অভিযানের খবর পেয়ে শিপলুর বাড়ির সামনে শত শত লোক জড়ো হয়। তারা বাড়ির ভেতরে প্রবেশে পুলিশকে বাধা দেয় এবং গ্রেপ্তার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে অবস্থা বেগতিক হতে থাকলে কোতোয়ালি থানা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স ও জলকামান পাঠানো হয়। প্রায় চার ঘণ্টা অভিযান শেষে রাত সাড়ে ৯টায় কাউন্সিলর শিপলু বাড়ির দোতলা থেকে নিচে নেমে আসেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে যায়।
অভিযানে বাধা দেওয়া প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকেরই অনেক অনুসারী থাকে। কাউন্সিলর শিপলু সাহেবের লোকজন সেখানে জড়ো হয়েছিল। তবে তারা কোনো ফোর্স করেনি।’
রসিক কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর আইনজীবী মাহামুদুল হক সেলিম সাংবাদিকদের জানান, কাউন্সিলর শিপলুকে যে মামলায় কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেই মামলা সম্পর্কে তিনি জানতেন না। এই মামলার চার্জশিটে কাউন্সিলরকে অভিযুক্ত করেছে পুলিশ। শনিবার আদালতে কাউন্সিলরের জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার যমুনা টেলিভিশনের ‘ক্রাইম সিন’-এ জাকারিয়া আলম শিপলুর জমি জাল দলিল করে বিক্রি, জালিয়াতি, জবরদখল, ভাঙচুর, অগ্নিসংযোগ, কবরস্থানের জমি বেদখল, মাদকে পৃষ্ঠপোষকতা এবং সিটি করপোরেশনের নির্বাচনে হলফনামায় তথ্য গোপণ করার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।
ওই প্রতিবেদনের জেরে গত বুধবার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়া সত্ত্বেও জাকারিয়া আলম শিপলু আদালতে সশরীরে হাজির হয়ে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দাখিল করেন। আদালত দাখিল হওয়া মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিপলুকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়।
রংপুর সিটি করপোরেশনের (রসিক) কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার সকালে আদালতে তোলা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত বুধবার রংপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন তিনি।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারের পর শিপলুকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাকারিয়া আলম শিপলু রসিকের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং তাজহাট মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সড়ক ও জনপথ বিভাগের জমি জাল দলিল করে বিক্রির মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত এবং তিনটি মামলার ওয়ারেন্টভুক্তসহ আট মামলার আসামি ছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জমি দখল, বাড়ি নির্মাণে বাধা দেওয়া, ভাঙচুর, মারপিট, চাঁদাবাজির অভিযোগে ২৪৪/ ২২ এবং ১৮১/ ২২ নম্বর মামলা, সেই সঙ্গে বিদ্যুৎ কোর্টে বিল বকেয়া রাখার কারণে ৪০৫৪/ ২১ নম্বর মামলায় ওয়ারেন্ট ছিল। সে কারণে তাঁকে শুক্রবার রাত সাড়ে ৯টায় নগরীর বিনোদপুর এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া তিনি একটি মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। ওয়ারেন্টগুলো আগেই আদালত জারি করলেও প্রক্রিয়াগতভাবে ওয়ারেন্টগুলো আমাদের কাছে না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আদালত থেকে আদেশ পাওয়ার পরপরই তাঁকে আইনের আওতায় আনা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আটটি পুলিশ ভ্যানে করে জাকারিয়া আলম শিপলুর বিনোদপুরের বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশ। অভিযানের খবর পেয়ে শিপলুর বাড়ির সামনে শত শত লোক জড়ো হয়। তারা বাড়ির ভেতরে প্রবেশে পুলিশকে বাধা দেয় এবং গ্রেপ্তার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে অবস্থা বেগতিক হতে থাকলে কোতোয়ালি থানা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স ও জলকামান পাঠানো হয়। প্রায় চার ঘণ্টা অভিযান শেষে রাত সাড়ে ৯টায় কাউন্সিলর শিপলু বাড়ির দোতলা থেকে নিচে নেমে আসেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে যায়।
অভিযানে বাধা দেওয়া প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকেরই অনেক অনুসারী থাকে। কাউন্সিলর শিপলু সাহেবের লোকজন সেখানে জড়ো হয়েছিল। তবে তারা কোনো ফোর্স করেনি।’
রসিক কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর আইনজীবী মাহামুদুল হক সেলিম সাংবাদিকদের জানান, কাউন্সিলর শিপলুকে যে মামলায় কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেই মামলা সম্পর্কে তিনি জানতেন না। এই মামলার চার্জশিটে কাউন্সিলরকে অভিযুক্ত করেছে পুলিশ। শনিবার আদালতে কাউন্সিলরের জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার যমুনা টেলিভিশনের ‘ক্রাইম সিন’-এ জাকারিয়া আলম শিপলুর জমি জাল দলিল করে বিক্রি, জালিয়াতি, জবরদখল, ভাঙচুর, অগ্নিসংযোগ, কবরস্থানের জমি বেদখল, মাদকে পৃষ্ঠপোষকতা এবং সিটি করপোরেশনের নির্বাচনে হলফনামায় তথ্য গোপণ করার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।
ওই প্রতিবেদনের জেরে গত বুধবার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়া সত্ত্বেও জাকারিয়া আলম শিপলু আদালতে সশরীরে হাজির হয়ে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট সরকার মাজহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দাখিল করেন। আদালত দাখিল হওয়া মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিপলুকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৭ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে