উত্তরের বিভিন্ন এলাকা
আজকের পত্রিকা ডেস্ক
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা ঝড়-বৃষ্টির মধ্যে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ভোগান্তির শিকার হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ না থাকায় কয়েকটি কেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা নেওয়া হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলায়। এদিকে রংপুরের গঙ্গাচড়ায়ও সকাল থেকে আবহওয়া খারাপ থাকায় বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির শিকার হয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। প্রায় ৪৫ মিনিট ধরে বিদ্যুৎ না থাকা ও খারাপ আবহাওয়া থাকায় অন্ধকারের মধ্যে পরীক্ষা দেয় অনেক শিক্ষার্থী। অনেকে বেশি অন্ধকারের কারণে পরীক্ষাকেন্দ্রে খাতা নিয়ে বসে ছিল বলে জানা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে আজ বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ও ঝড়ের কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর পথে দুর্ভোগ পোহাতে হয়েছে। ছিল পরিবহন সংকটও।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে ভিজে কেন্দ্রে প্রবেশ করছে। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দেয় তারা। কেন্দ্রের সচিব জিয়াউর রহমান জানান, ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত ছিল।
পাশের গড়েয়া হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে ৪৩৬ পরীক্ষার্থী অংশ নিয়েছে, সেখানে সাতজন অনুপস্থিত ছিল। এখানেও বিদ্যুৎ না থাকায় স্বল্প আলোতে পরীক্ষা নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী লামিয়া অভিযোগ করে বলে, ‘হলে কোনো আলোর ব্যবস্থা ছিল না, তাই সঠিকভাবে লিখতে পারিনি। অনেক পরীক্ষার্থী অন্ধকারে পরীক্ষা দিতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে।’
সালান্দর আলিয়া মাদ্রাসা, উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে একই অবস্থা দেখা গেছে। শিক্ষকেরা জানান, বিদ্যুৎ না থাকায় ও অন্ধকার পরিবেশে পরীক্ষা চলায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, শহরের একটি ট্রান্সফর্মার বিকল হওয়ায় প্রথমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, তবে জেলা প্রশাসনের সহায়তায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনো স্থিতিশীল হয়নি, তাই আমরা পরীক্ষাকেন্দ্রগুলোতে মোমবাতির আলোতে পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছি।’
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম লুৎফুল হাসান সরকার জানান, প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকলেও অনেক জায়গায় তা বন্ধ।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৭ হাজার ৯৭৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৮০৮ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।
দেবিগঞ্জ
বিদ্যুৎ বিভ্রাটের কারণে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এম পি বালিকা উচ্চবিদ্যালয় ও কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছে। পরীক্ষার হলে পর্যাপ্ত আলো না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।
জানা গেছে, উপজেলায় সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে লোডশেডিং শুরু হয়। পরে পরীক্ষাকেন্দ্রগুলোতে অন্ধকার কক্ষে শিক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় বলেন, ‘সকাল থেকে প্রচুর বৃষ্টি ও ঝড়ের কারণে লোডশেডিং শুরু হয়। তখন শিক্ষার্থীদের নিয়ে আসা মোমবাতি জ্বালিয়েছে তারা। তবে আমরা দ্রুত জেনারেটরের ব্যবস্থা করেছি। পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি। এ কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের মোট ৫২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই তাদের প্রথম পরীক্ষা সম্পন্ন করে।’
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পঞ্চগড় সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, আজ সকাল থেকে বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসে এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এতে পরীক্ষাকেন্দ্রেও কিছু সময়ের জন্য বিদ্যুৎ ছিল না। ফলে কেন্দ্র অন্ধকারাচ্ছন্ন থাকায় মোমবাতি জ্বালানো হয়েছিল। অল্প সময়ের মধ্যে জেনারেটর ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া হয়েছে। এবারের পঞ্চগড় জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পর্যায়ের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৭৬১ জন।
গঙ্গাচড়া
রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাজী দেলওয়ার বালিকা উচ্চবিদ্যালয় ও গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ নেই, অন্ধকারের মধ্যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। অনেকে আবার অন্ধকারের কারণে পরীক্ষার খাতা হাতে নিয়ে বসে আছে, প্রায় ৪৫ মিনিট পর আসে বিদ্যুৎ।
কেন্দ্রের সামনে থাকা উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ থেকে আসা মিজানুর রহমান নামের এক অভিভাবক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনে পরীক্ষা দিচ্ছে। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা। বিদ্যুৎ ছিল না ৪০-৫০ মিনিট। আকাশ খারাপ থাকায় অন্ধকার হয়েছিল। সেন্টারে আলাদা করে বিদ্যুতের ব্যবস্থা নেই। তাই অন্ধকারে পরীক্ষা দিচ্ছে তারা। আমরা চাই এটা বিবেচনায় সময় বাড়িয়ে দেওয়া হোক।’
গঙ্গাচড়া মধ্যপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের অসুবিধা হয়। কেন্দ্রগুলোতে আগে থেকে বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। তাহলে এ সমস্যা হতো না।’
হাজী দেলওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব সাইয়েদুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ না থাকায় আমরা তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা করেছি।’
রংপুর পল্লী বিদ্যুত সমিতি-২-এর আওতাধীন গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম আইয়ুব আলী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ৩৩ কেভি লাইন ফল্ট করে। আমরা তা তাৎক্ষণিক ঠিক করেছি। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘কেন্দ্রগুলোতে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। কিছু কেন্দ্রে আগে থেকে বিকল্প ব্যবস্থা ছিল। আশা করি, পরে আর কোনো সমস্যা হবে না।’
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা ঝড়-বৃষ্টির মধ্যে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ভোগান্তির শিকার হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ না থাকায় কয়েকটি কেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা নেওয়া হয়েছে। একই ধরনের ঘটনা ঘটেছে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলায়। এদিকে রংপুরের গঙ্গাচড়ায়ও সকাল থেকে আবহওয়া খারাপ থাকায় বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির শিকার হয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। প্রায় ৪৫ মিনিট ধরে বিদ্যুৎ না থাকা ও খারাপ আবহাওয়া থাকায় অন্ধকারের মধ্যে পরীক্ষা দেয় অনেক শিক্ষার্থী। অনেকে বেশি অন্ধকারের কারণে পরীক্ষাকেন্দ্রে খাতা নিয়ে বসে ছিল বলে জানা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে আজ বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ও ঝড়ের কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর পথে দুর্ভোগ পোহাতে হয়েছে। ছিল পরিবহন সংকটও।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে ভিজে কেন্দ্রে প্রবেশ করছে। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দেয় তারা। কেন্দ্রের সচিব জিয়াউর রহমান জানান, ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত ছিল।
পাশের গড়েয়া হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে ৪৩৬ পরীক্ষার্থী অংশ নিয়েছে, সেখানে সাতজন অনুপস্থিত ছিল। এখানেও বিদ্যুৎ না থাকায় স্বল্প আলোতে পরীক্ষা নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী লামিয়া অভিযোগ করে বলে, ‘হলে কোনো আলোর ব্যবস্থা ছিল না, তাই সঠিকভাবে লিখতে পারিনি। অনেক পরীক্ষার্থী অন্ধকারে পরীক্ষা দিতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে।’
সালান্দর আলিয়া মাদ্রাসা, উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে একই অবস্থা দেখা গেছে। শিক্ষকেরা জানান, বিদ্যুৎ না থাকায় ও অন্ধকার পরিবেশে পরীক্ষা চলায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার বলেন, শহরের একটি ট্রান্সফর্মার বিকল হওয়ায় প্রথমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, তবে জেলা প্রশাসনের সহায়তায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ এখনো স্থিতিশীল হয়নি, তাই আমরা পরীক্ষাকেন্দ্রগুলোতে মোমবাতির আলোতে পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছি।’
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম লুৎফুল হাসান সরকার জানান, প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকলেও অনেক জায়গায় তা বন্ধ।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৭ হাজার ৯৭৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৮০৮ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।
দেবিগঞ্জ
বিদ্যুৎ বিভ্রাটের কারণে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এম পি বালিকা উচ্চবিদ্যালয় ও কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়েছে। পরীক্ষার হলে পর্যাপ্ত আলো না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।
জানা গেছে, উপজেলায় সকাল থেকে বৃষ্টি ও ঝড়ের সঙ্গে লোডশেডিং শুরু হয়। পরে পরীক্ষাকেন্দ্রগুলোতে অন্ধকার কক্ষে শিক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় বলেন, ‘সকাল থেকে প্রচুর বৃষ্টি ও ঝড়ের কারণে লোডশেডিং শুরু হয়। তখন শিক্ষার্থীদের নিয়ে আসা মোমবাতি জ্বালিয়েছে তারা। তবে আমরা দ্রুত জেনারেটরের ব্যবস্থা করেছি। পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি। এ কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের মোট ৫২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই তাদের প্রথম পরীক্ষা সম্পন্ন করে।’
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পঞ্চগড় সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, আজ সকাল থেকে বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসে এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এতে পরীক্ষাকেন্দ্রেও কিছু সময়ের জন্য বিদ্যুৎ ছিল না। ফলে কেন্দ্র অন্ধকারাচ্ছন্ন থাকায় মোমবাতি জ্বালানো হয়েছিল। অল্প সময়ের মধ্যে জেনারেটর ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া হয়েছে। এবারের পঞ্চগড় জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পর্যায়ের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৭৬১ জন।
গঙ্গাচড়া
রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাজী দেলওয়ার বালিকা উচ্চবিদ্যালয় ও গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ নেই, অন্ধকারের মধ্যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। অনেকে আবার অন্ধকারের কারণে পরীক্ষার খাতা হাতে নিয়ে বসে আছে, প্রায় ৪৫ মিনিট পর আসে বিদ্যুৎ।
কেন্দ্রের সামনে থাকা উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ থেকে আসা মিজানুর রহমান নামের এক অভিভাবক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনে পরীক্ষা দিচ্ছে। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা। বিদ্যুৎ ছিল না ৪০-৫০ মিনিট। আকাশ খারাপ থাকায় অন্ধকার হয়েছিল। সেন্টারে আলাদা করে বিদ্যুতের ব্যবস্থা নেই। তাই অন্ধকারে পরীক্ষা দিচ্ছে তারা। আমরা চাই এটা বিবেচনায় সময় বাড়িয়ে দেওয়া হোক।’
গঙ্গাচড়া মধ্যপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের অসুবিধা হয়। কেন্দ্রগুলোতে আগে থেকে বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। তাহলে এ সমস্যা হতো না।’
হাজী দেলওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব সাইয়েদুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ না থাকায় আমরা তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা করেছি।’
রংপুর পল্লী বিদ্যুত সমিতি-২-এর আওতাধীন গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম আইয়ুব আলী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ৩৩ কেভি লাইন ফল্ট করে। আমরা তা তাৎক্ষণিক ঠিক করেছি। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘কেন্দ্রগুলোতে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। কিছু কেন্দ্রে আগে থেকে বিকল্প ব্যবস্থা ছিল। আশা করি, পরে আর কোনো সমস্যা হবে না।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে