Ajker Patrika

রানীশংকৈলে ছাগলের চামড়া ৫, গরু সর্বোচ্চ ৬০০ টাকা

প্রতিনিধি, রানীশংকৈল (ঠাকুরগাঁও)
রানীশংকৈলে ছাগলের চামড়া ৫, গরু সর্বোচ্চ ৬০০ টাকা

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় কোরবানির গরু-ছাগলের চামড়ার দাম একবারেই কম। ছাগলের চামড়া ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ টাকা, গরুর চামড়া ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে।

তবে সাধারণ মানুষের বাড়ি বাড়ি থেকে চামড়া কিনে বেড়ানো ফড়িয়াদের এবার খুব একটা দেখা মেলেনি বলে দাবি সাধারণ মানুষের। এবারে বাজারে গিয়েই চামড়া বিক্রি করতে হচ্ছে তাদের। ফড়িয়ারা বলছে এবারে চামড়ার আমদানি কম পাশাপাশি দামও কম।

পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চামড়া কেনা ফড়িয়া সামাদ ও সুইদল হকের সাথে কথা হলে তাঁরা জানান, দুই শ গরু ও ছাগলের চামড়া কিনেছেন। ছাগলের চামড়া ৩ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা ও গরুর চামড়া ৫০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্রয় করেছেন।

স্থানীয় এক মাদ্রাসার মুহতামিম মাজেদুল ইসলাম বলেন, আমরা গরু-ছাগলের মোট ১৮টি চামড়া পেয়েছি। তাতে ষাঁড় তিনটির চামড়া ১ হাজারে ১০০ ও গাভির ৬টি ৯০০ টাকা ও ছাগলের ৯টি ৯০ টাকা বিক্রি করেছি।

উপজেলার বাঁশবাড়ী গ্রামের বাসিন্দা কবির বলেন, গরু জবাই করেছি সেই ১২টায় বিকেল গড়িয়ে এলেও চামড়া কিনতে আসেনি পড়ে তা মাটিতে পুতে দিয়েছি। সন্ধারই গ্রামের বাসিন্দা সুমন পাটোয়ারী বলেন, চামড়া কেনার কোন পার্টি পায়নি। তবে গরুর চামড়াটি স্থানীয় একটি মাদ্রাসায় দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত