Ajker Patrika

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত কথিত জিনের বাদশা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় সাজাপ্রাপ্ত কথিত জিনের বাদশা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত কথিত জিনের বাদশা চক্রের সদস্য মোশারফ হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার তালুকরহিমাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোশারফ হোসেন ওই ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের বাবলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কথিত জিনের বাদশার চক্রের সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২০১২ সালে প্রতারণার মামলা হয়। ওই মামলায় সিরাজগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে প্রতারণার দায়ে ছয় বছরের সাজা দেন। রায়ের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) রাতে থানার উপপরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রাম থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা আদালতে চলমান রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘ছয় বছরের সাজার পর আসামি মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। জিনের বাদশা প্রতারণায় তার বিরুদ্ধে মামলা হয়। মোশারফ হোসেনের বিরুদ্ধে আরও তিনটি মামলা আদালতে চলমান রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত