Ajker Patrika

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১১: ৫৫
দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

দিনাজপুর সদর উপজেলার কাউগা মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন মারা গেছেন। আজ রোববার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার নজরুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর চালতাতলা এলাকার কৃষ্ণ মজুমদার ওরফে আনোয়ারুল ইসলাম (৩৫)। 

পথচারী সেলিম জানান, রোববার ভোর ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে সদর উপজেলার কাউগাঁ মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকে দিনাজপুর থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। 

দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরাদিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ভোর ৬টার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে আগে থেকেই নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুজনেরই মৃত্যু হয়। এ সময় তাঁদের কাছে রাখা ব্যাগে বেশ কয়েক বোতল নিষিদ্ধঘোষিত নেশাজাতীয় ফেনসিডিল ও নগদ টাকা ছিল। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর শামীম বলেন, ‘আমি মোবাইল টিম-১-এ ডিউটিরত অবস্থায় আনুমানিক সাড়ে ৫টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলেই মারা যান। মরদেহ বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত