Ajker Patrika

রেললাইনে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি
রেললাইনে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

লালমনিরহাটের কালীগঞ্জে আয়েশা সিদ্দিকা আঁখি (১৮) নামে এক কলেজছাত্রী রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার লালমনিরহাট–বুড়িমারী রেললাইনের টেপাটারি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্রী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম গ্রামে মেডিকেল মোড় এলাকার আলমগীর হোসেনের মেয়ে। তিনি কালীগঞ্জ কেইউপি সরকারি কলেজের শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, ভোটমারী পণ্ডিতপাড়া এলাকার তৌহিদ হাসান নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় আয়শা সিদ্দিকা আঁখির। প্রেমের ফাঁদে ফেলে মোবাইলে গোপনে ধারণ করা ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিত তৌহিদ। 

পরে জানাজানি হলে আঁখির মোবাইল নিয়ে নেয় তার পরিবার। বৃহস্পতিবার ওই মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয় আঁখি। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। 

নিহতের পরিবারের দাবি, ওই এলাকায় দুই যুবকসহ আয়েশা সিদ্দিকা আঁখি ছিলেন অনেকটা রাগান্বিত। সেখানে যুবকদের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে ট্রেনের শব্দ পেয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আঁখি। 

নিহতের বড় বোন আরজিনা আক্তার বলেন, ‘ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলে আমার বোনের কাছে টাকা নিত তৌহিদ। সকালে ডেকে এনে আমার বোনকে রেললাইনে ব্ল্যাকমেল করে মেরে মেলেছে। আমি এই হত্যার বিচার চাই।’ 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। পরে মরদেহটি লালমনিরহাট রেলওয়ে থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত