সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দরিদ্র কৃষক আজারুল ইসলাম। গত শনিবার স্ত্রী পান্না আক্তারের অস্ত্রোপচারের জন্য ওষুধসহ তাঁকে খরচ করতে হয়েছে প্রায় ৬ হাজার টাকা। অথচ এর আগেও একই ধরনের অপারেশনে একটি টাকাও খরচ করতে হয়নি। কারণ বিনা মূল্যের ওষুধ ও সরঞ্জাম পেতেন মা ও শিশুকল্যাণ কেন্দ্র থেকেই।
আজারুলের অসহায় কণ্ঠে ক্ষোভ, ‘আমরা তো গরিব মানুষ। আগে সবকিছু ফ্রি মিলত, এখন সব কিনতে হচ্ছে। এই টাকা জোগাড় করতে ধারদেনা করতে হয়েছে।’
এই অভিজ্ঞতা কেবল আজারুলের নয়। এক বছরের বেশি সময় ধরে ঠাকুরগাঁওয়ের ৩৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে বিনা মূল্যের
ওষুধ ও সরঞ্জাম (ডিডিএস কিট ও নরমাল ডেলিভারি কিট) সরবরাহ পুরোপুরি বন্ধ।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ৩৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং একটি পরিবার পরিকল্পনা ক্লিনিক আছে। এ ছাড়া জেলা পর্যায়ে একটি ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র (এমসিডব্লিউসি) রয়েছে। প্রতিবছর এসব প্রতিষ্ঠানে মা-শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারীসহ প্রায় ৪ লাখ ৫০ হাজার রোগী সেবা নিতে আসেন।
তবে সরবরাহ সংকটের কারণে বছরে মাত্র ৭০০টি ডিডিএস কিট এবং ২০০টির মতো নরমাল ডেলিভারি কিট আসত, যা চাহিদার তুলনায় অতি অল্প। আর এক বছরের বেশি সময় ধরে এ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
জানতে চাইলে জগন্নাথপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের এলাকায় অন্তত ৫০-৬০ শতাংশ রোগী গরিব ও অসহায়। প্রতিদিনই ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যান সেবাগ্রহীতারা। অনেকে রাগও করেন। সর্বশেষ আমরা ওষুধ পেয়েছি গত বছরের নভেম্বর মাসে।’
জানা গেছে, সদর এমসিডব্লিউসিতে গত এক বছরে ৫১৬টি নরমাল ডেলিভারি ও ১৫৬টি অস্ত্রোপচার হয়েছে। কিন্তু প্রতিটি ডেলিভারির সময় রোগীদের বাইরের ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধসামগ্রী কিনতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শামসুদ্দীন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনাসামগ্রী ও ওষুধের ঘাটতির বিষয়ে আমরা নিয়মিতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টালে সব তথ্য দেখা যায়। তবু সরবরাহ এখনো শুরু হয়নি।’
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দরিদ্র কৃষক আজারুল ইসলাম। গত শনিবার স্ত্রী পান্না আক্তারের অস্ত্রোপচারের জন্য ওষুধসহ তাঁকে খরচ করতে হয়েছে প্রায় ৬ হাজার টাকা। অথচ এর আগেও একই ধরনের অপারেশনে একটি টাকাও খরচ করতে হয়নি। কারণ বিনা মূল্যের ওষুধ ও সরঞ্জাম পেতেন মা ও শিশুকল্যাণ কেন্দ্র থেকেই।
আজারুলের অসহায় কণ্ঠে ক্ষোভ, ‘আমরা তো গরিব মানুষ। আগে সবকিছু ফ্রি মিলত, এখন সব কিনতে হচ্ছে। এই টাকা জোগাড় করতে ধারদেনা করতে হয়েছে।’
এই অভিজ্ঞতা কেবল আজারুলের নয়। এক বছরের বেশি সময় ধরে ঠাকুরগাঁওয়ের ৩৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে বিনা মূল্যের
ওষুধ ও সরঞ্জাম (ডিডিএস কিট ও নরমাল ডেলিভারি কিট) সরবরাহ পুরোপুরি বন্ধ।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্যমতে, জেলার পাঁচ উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ৩৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং একটি পরিবার পরিকল্পনা ক্লিনিক আছে। এ ছাড়া জেলা পর্যায়ে একটি ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র (এমসিডব্লিউসি) রয়েছে। প্রতিবছর এসব প্রতিষ্ঠানে মা-শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারীসহ প্রায় ৪ লাখ ৫০ হাজার রোগী সেবা নিতে আসেন।
তবে সরবরাহ সংকটের কারণে বছরে মাত্র ৭০০টি ডিডিএস কিট এবং ২০০টির মতো নরমাল ডেলিভারি কিট আসত, যা চাহিদার তুলনায় অতি অল্প। আর এক বছরের বেশি সময় ধরে এ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
জানতে চাইলে জগন্নাথপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের এলাকায় অন্তত ৫০-৬০ শতাংশ রোগী গরিব ও অসহায়। প্রতিদিনই ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যান সেবাগ্রহীতারা। অনেকে রাগও করেন। সর্বশেষ আমরা ওষুধ পেয়েছি গত বছরের নভেম্বর মাসে।’
জানা গেছে, সদর এমসিডব্লিউসিতে গত এক বছরে ৫১৬টি নরমাল ডেলিভারি ও ১৫৬টি অস্ত্রোপচার হয়েছে। কিন্তু প্রতিটি ডেলিভারির সময় রোগীদের বাইরের ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধসামগ্রী কিনতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শামসুদ্দীন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনাসামগ্রী ও ওষুধের ঘাটতির বিষয়ে আমরা নিয়মিতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টালে সব তথ্য দেখা যায়। তবু সরবরাহ এখনো শুরু হয়নি।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভা এলাকায় ২০১৯-২০ অর্থবছরে বাসাবাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প হাতে নেয় সরকার। এ জন্য ২৩ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ৪৬৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। পানি সরবরাহের জন্য ১৩৮ কিলোমিটার পাইপ ও ১০টি পাম্প হাউস স্থাপন করার কথা ছিল।
২ ঘণ্টা আগেরাজধানীর তুরাগে মুখে মাস্ক পরে রাতের আঁধারে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তুরাগের ধউর এলাকায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করা হয়। যার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগেবরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় উপ-বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই আদেশ দেয়। বরিশাল সামাজিক বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আরিফুর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যান্টিভেনম। অথচ সেখানে প্রতি মাসে গড়ে ৩০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিতে আসে। গত ৮ মাসে (জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত) ২৪০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে