Ajker Patrika

দিনাজপুরের অপহৃত স্কুল ছাত্রী আশুলিয়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের অপহৃত স্কুল ছাত্রী আশুলিয়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে অপহরণের ২৪ ঘণ্টা পর ঢাকার আশুলিয়া থেকে নবম শ্রেণির (১৬) এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা–পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ দিকে স্বল্প সময়ে মেয়েটিকে উদ্ধার করায় খুশি পরিবার। গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব। 

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আল আমিন (২৬)।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গত সোমবার (১৬ই আগষ্ট) অপহৃত শিক্ষার্থীর চাচা ঘোড়াঘাট থানায় অপহরণ সংক্রান্ত একটি ডায়েরী করেন। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টা পর গতকাল বুধবার ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী দলের এক নারী সহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত