Ajker Patrika

ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় শিক্ষক ও সহপাঠীদের বিক্ষোভ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় শিক্ষক ও সহপাঠীদের বিক্ষোভ

রংপুরের কাউনিয়ায় ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রীর সহপাঠী ও শিক্ষকেরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে পীরগাছা উপজেলার বড় দরগাহ বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিহত শিক্ষার্থী সানজিদা আক্তার ইভা (১৬) পীরগাছা উপজেলার বড় দরগাহ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে সানজিদা আক্তারের মৃত্যুর খবরে আজ বুধবার সকাল থেকেই তার বাড়িতে ভিড় জমান তার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় বড় দরগাহ বাজারে সানজিদা হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় সাধারণ মানুষও মিছিলে অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন, সহকারী শিক্ষক কামরুজ্জামান, আবুল কালাম আজাদ, ১০ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম,৯ম শ্রেণির শিক্ষার্থী সাদ্দাম হোসেন, আশিক, রুবিনা আক্তারসহ অনেকে। সমাবেশে তারা দ্রুত সানজিদা হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এ  ঘটনায় পীরগাছা উপজেলার তালুক পশুয়া গ্রামের হোসাইন মিয়ার ছেলে ফাহিম সানিকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোত্তাসের বিল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত