Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে নাইটকোচের চাপায় পথচারী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১২: ২০
ঠাকুরগাঁওয়ে নাইটকোচের চাপায় পথচারী নিহত

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে ইসলাম পরিবহন নামের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আব্দুল হামিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার ধোদা মোহাম্মদের ছেলে। 

বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত রয়েছে। বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। 

নিহত হামিদের ছোট ভাই রশিদুল বলেন, ‘আজ সকালে আমার ভাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে পেছন দিক থেকে একটি গাড়ি এসে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার বড় ভাই। তাঁর অসময়ে চলে যাওয়ায় আমাদের কী হবে জানি না!’ 

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ইসলাম পরিবহন নামে বাসটি পঞ্চগড়-তেঁতুলিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে চালক গাড়িটির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত