সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে— সরকারি বিজ্ঞান কলেজ, তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-ফারুক একাডেমি।
আজ শুক্রবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৫১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৮৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৯১। এ ছাড়া ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৩৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ২২৫ জন অংশ নিয়ে পাস করে ২২৩ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।
এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৩৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ, ২৪ জন নিয়ে তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম, ১৬ জন নিয়ে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ ও ৯ জন নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় সপ্তম অবস্থানে রয়েছে।
সেই সঙ্গে সৈয়দপুর উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন করে এবং শেরে বাংলা উচ্চবিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয় ও চওড়া উচ্চবিদ্যালয় থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছে। আর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়, খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে— সরকারি বিজ্ঞান কলেজ, তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-ফারুক একাডেমি।
আজ শুক্রবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৫১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৮৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৯১। এ ছাড়া ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৩৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ২২৫ জন অংশ নিয়ে পাস করে ২২৩ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।
এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৩৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ, ২৪ জন নিয়ে তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম, ১৬ জন নিয়ে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ ও ৯ জন নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় সপ্তম অবস্থানে রয়েছে।
সেই সঙ্গে সৈয়দপুর উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন করে এবং শেরে বাংলা উচ্চবিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয় ও চওড়া উচ্চবিদ্যালয় থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছে। আর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়, খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে