Ajker Patrika

বীরগঞ্জে ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
বীরগঞ্জে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি। ছবি: সংগৃহীত
বীরগঞ্জে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালিয়ে র‍্যাব-পুলিশের যৌথ বাহিনী এই মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক গোলাম মোর্শেদের বাড়ির গোয়ালঘরের পেছনে গর্ত করে পলিথিন পেঁচিয়ে রাখা কালো কষ্টিপাথরের মূর্তিটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় বাসিন্দা ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্কাস আলীকে আটক করে যৌথ বাহিনী। এ ঘটনায় র‍্যাব সদস্য আব্দুল আল মাসুদ বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আক্কাস আলীকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর আজকের পত্রিকাকে বলেন, প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩৯৫ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত