কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় গোয়ালঘরে লাগা আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে দগ্ধ কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত ওই কৃষকের নাম আব্দুর রাজ্জাক (৫৫)। তিনি উপজেলার কাঁচু দিঘিরপাড় গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে আব্দুর রাজ্জাকের গোয়ালঘরে আগুন লাগে। গোয়ালে থাকা গরু উদ্ধারের সময় আব্দুর রাজ্জাক দগ্ধ হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ গোলজার রহমান জানান, কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত। নিমেষেই গোয়ালঘরে থাকা খড়ের পালায় আগুন ছড়িয়ে পড়ে। গোয়ালে তিন গরুর মধ্যে একটি বাছুর দগ্ধ হয়। বাকি দুটি গরু বাঁচাতে গিয়ে তিনি দগ্ধ হন। আব্দুর রাজ্জাক খালি গায়ে থাকায় তাঁর পিঠ ও দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গিয়েছিল।
গোলজার রহমান আরও জানান, খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শুধু গোয়ালঘর পুড়ে গেছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দগ্ধ আব্দুর রাজ্জাক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে ঢাকার শাহাবাগ থানা-পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
রংপুরের কাউনিয়ায় গোয়ালঘরে লাগা আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে দগ্ধ কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত ওই কৃষকের নাম আব্দুর রাজ্জাক (৫৫)। তিনি উপজেলার কাঁচু দিঘিরপাড় গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে আব্দুর রাজ্জাকের গোয়ালঘরে আগুন লাগে। গোয়ালে থাকা গরু উদ্ধারের সময় আব্দুর রাজ্জাক দগ্ধ হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ গোলজার রহমান জানান, কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত। নিমেষেই গোয়ালঘরে থাকা খড়ের পালায় আগুন ছড়িয়ে পড়ে। গোয়ালে তিন গরুর মধ্যে একটি বাছুর দগ্ধ হয়। বাকি দুটি গরু বাঁচাতে গিয়ে তিনি দগ্ধ হন। আব্দুর রাজ্জাক খালি গায়ে থাকায় তাঁর পিঠ ও দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গিয়েছিল।
গোলজার রহমান আরও জানান, খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শুধু গোয়ালঘর পুড়ে গেছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দগ্ধ আব্দুর রাজ্জাক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে ঢাকার শাহাবাগ থানা-পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
বরগুনার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ভেতরে দুর্ঘটনায় মো. ছিদ্দিক ভান্ডারি (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে আহত অবস্থায় তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগেখুলনায় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া কেডিএর শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। আজ বৃহস্পতিবার দুপুরে দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
৪৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিওপি (বর্ডার আউটপোস্ট) নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপি নামের ওই ক্যাম্পটি নদীতে তলিয়ে যায়।
১ ঘণ্টা আগেনওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করে।
১ ঘণ্টা আগে