Ajker Patrika

শীতের শুরুতেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২ হয়ে জনের মৃত্যু, চিকিৎসাধীন ৫

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 
রমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শিশু। ছবি: আজকের পত্রিকা
রমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শিশু। ছবি: আজকের পত্রিকা

শীতের দাপটে জবুথবু উত্তরাঞ্চলের আট জেলার মানুষ। এসব অঞ্চলের নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গত ১০ দিনে অসাবধানতাবশত দুই শিশুসহ সাত নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার জবা বেগম (৪০) ও ৬ ডিসেম্বর (শুক্রবার) লালমনিরহাটের শাপটিবাড়ী এলাকার গৃহবধূ আরিফা বেগমের (২০) মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ্।

রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয় শিশুসহ পাঁচজন। তারা হলেন—রংপুরের পীরগঞ্জের জফুনা বেগম (৯০), লালমনির হাটের আদিতমারী উপজেলার সালমা বেগম (৬৫), দিনাজপুরের বিরল উপজেলার পপি আক্তার (২০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার শিশু সুমাইয়া (৬), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিশু সাউরিল (৪)। তাঁদের মধ্যে পপি আক্তারের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে রমেক হাসপাতালে বার্ন ইউনিটে কর্মরতরা জানান, হাসপাতালের বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। কিন্তু বিভিন্নভাবে আগুনে পোড়া রোগী রয়েছে ৪৬ জন। শয্যা সংকটের কারণে তাঁদের অন্যান্য ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১০ দিনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে দগ্ধ হয়ে হাসপাতালে দুই শিশুসহ সাত নারী ভর্তি হয়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।’

তিনি বলেন, ‘উত্তরের দুই কোটি মানুষের চিকিৎসাস্থল রমেক হাসপাতাল। এখানে বার্ন ইউনিটে শয্যা রয়েছে মাত্র ১৪টি। শয্যা সংকটের কারণে বিভিন্নভাবে আগুনে দগ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যান্য ওয়ার্ডে রেখে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত