Ajker Patrika

পঞ্চগড়ের চা রপ্তানি হচ্ছে বিদেশে 

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৬: ৩১
পঞ্চগড়ের চা রপ্তানি হচ্ছে বিদেশে 

চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, পঞ্চগড়ের রেকর্ড পরিমাণ চা উৎপাদন হচ্ছে। পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে । গত বছরে ১৮ মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব হয়েছে। এই অঞ্চলে অনলাইন অকশন সেন্টার চালু করা হয়েছে। চা শিল্পের জন্য যা যা থাকা দরকার সবকিছু পঞ্চগড়ে আছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উত্তরাঞ্চলের চা শিল্পের সঙ্গে সম্পৃক্ত অংশীজনদের চায়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় অবহিতকরণ বিষয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম জানান, ক্ষুদ্র চাষিদের সঠিক মূল্য পাওয়া নিশ্চিত করতে অকশন প্রাইস ও ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাঁরা যেন অবৈধ ব্যবসা না করেন সে জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত