নীলফামারী প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ১০ দফা দাবিতে নীলফামারী জেলা বিএনপির গণমিছিল করতে দেয়নি পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় পুলিশ দলের জেলা সভাপতি আ খ ম আলমগীর সরকারকে প্রায় দুই ঘণ্টা অফিস চত্বরে অবরুদ্ধ করে রাখে বলে জানা গেছে। সেই সঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকোসহ বেশ কয়েকজন নেতা–কর্মীকে বিএনপি অফিস চত্বরে পুলিশ অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ জেলা নেতা–কর্মীদের।
নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদের কার্যক্রমে অনুমতি দিয়েছে। সকাল ৯টা থেকে বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিএনপির পৌর মার্কেটের অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকে।’
আলমগীর সরকার আরও বলেন, ‘গণতন্ত্রের দেশে পুলিশ অগণতান্ত্রিক আচরণ করে। নীলফামারী থানার ওসি আব্দুর রউফ লাঠি হাতে নিয়ে নেতা-কর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। শুধু তাই নয়, শহরের বিভিন্ন মোড়ে ও পাড়া মহল্লায় পুলিশ অবস্থান নিয়ে দুপুর ১২টা পর্যন্ত শহরে কোনো নেতা–কর্মীকে প্রবেশ করতে দেয়নি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আযম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘দলের কেন্দ্রীয় নেতারা আজ জেলে। দেশনেত্রীসহ সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা যখন নেতা-কর্মী নিয়ে বিএনপি অফিসে যাই, তখন বাটার মোড়ে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আমরা আবার একত্রিত হয়ে বিএনপি অফিসের দিকে যেতে চাইলে পুলিশ আবারও ধাওয়া করে।’
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির কোনো নেতা-কর্মীর সঙ্গে কোনো বিষয়ে কথা হয়নি। প্রতিদিনের মতো আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা শহরে দায়িত্ব পালন করছি।’
বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ১০ দফা দাবিতে নীলফামারী জেলা বিএনপির গণমিছিল করতে দেয়নি পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় পুলিশ দলের জেলা সভাপতি আ খ ম আলমগীর সরকারকে প্রায় দুই ঘণ্টা অফিস চত্বরে অবরুদ্ধ করে রাখে বলে জানা গেছে। সেই সঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকোসহ বেশ কয়েকজন নেতা–কর্মীকে বিএনপি অফিস চত্বরে পুলিশ অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ জেলা নেতা–কর্মীদের।
নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদের কার্যক্রমে অনুমতি দিয়েছে। সকাল ৯টা থেকে বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিএনপির পৌর মার্কেটের অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকে।’
আলমগীর সরকার আরও বলেন, ‘গণতন্ত্রের দেশে পুলিশ অগণতান্ত্রিক আচরণ করে। নীলফামারী থানার ওসি আব্দুর রউফ লাঠি হাতে নিয়ে নেতা-কর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। শুধু তাই নয়, শহরের বিভিন্ন মোড়ে ও পাড়া মহল্লায় পুলিশ অবস্থান নিয়ে দুপুর ১২টা পর্যন্ত শহরে কোনো নেতা–কর্মীকে প্রবেশ করতে দেয়নি।’
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আযম ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘দলের কেন্দ্রীয় নেতারা আজ জেলে। দেশনেত্রীসহ সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা যখন নেতা-কর্মী নিয়ে বিএনপি অফিসে যাই, তখন বাটার মোড়ে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। আমরা আবার একত্রিত হয়ে বিএনপি অফিসের দিকে যেতে চাইলে পুলিশ আবারও ধাওয়া করে।’
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির কোনো নেতা-কর্মীর সঙ্গে কোনো বিষয়ে কথা হয়নি। প্রতিদিনের মতো আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা শহরে দায়িত্ব পালন করছি।’
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে