গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাত বছর বয়সী রাফিয়া নামের এক মেয়েশিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের সৎমা ইশা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান শামীম।
নিহত রাফিয়া দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে। তিন মাস আগে শিশু রাফিয়ার মা ও বাবা রানা মিয়ার ছাড়াছাড়ি হয়। তার মা রানা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। মা-বাবার ছাড়াছাড়ি হওয়ার পর রাফিয়া দাদা-দাদির সঙ্গে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইশা বেগম হলেন রানা মিয়ার দ্বিতীয় স্ত্রী। ইশারও তিন বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে খেলার সময় সৎবোনের সঙ্গে রাফিয়া মারামারি করে। এর জেরে ইশা বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে নিয়ে রাফিয়াকে চুবিয়ে ধরেন। এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে চিৎকার করলে ইশা ডোবা থেকে উঠে চলে যান।
স্থানীয়রা রাফিয়াকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের খবরে রাতে পুলিশ ইশাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায়।
অভিযোগ ওঠা নারী ইশা বেগম বলেন, ‘আমি রাফিয়াকে পা পিছলে ডোবার পানিতে পড়ে যেতে দেখেছি। তখন সে বেঁচে ছিল। কিন্তু আমি রাগ করে তাঁকে উঠাইনি।’
ওসি আছাদুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরেই সৎমা ইশা বেগমকে আটক করা হয়েছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধায় জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত শিশুর স্বজনদের কেউ লিখিত অভিযোগ দিলে মামলা করা হবে।’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাত বছর বয়সী রাফিয়া নামের এক মেয়েশিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎমায়ের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের সৎমা ইশা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান শামীম।
নিহত রাফিয়া দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে। তিন মাস আগে শিশু রাফিয়ার মা ও বাবা রানা মিয়ার ছাড়াছাড়ি হয়। তার মা রানা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। মা-বাবার ছাড়াছাড়ি হওয়ার পর রাফিয়া দাদা-দাদির সঙ্গে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইশা বেগম হলেন রানা মিয়ার দ্বিতীয় স্ত্রী। ইশারও তিন বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে খেলার সময় সৎবোনের সঙ্গে রাফিয়া মারামারি করে। এর জেরে ইশা বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে নিয়ে রাফিয়াকে চুবিয়ে ধরেন। এ সময় স্থানীয় এক নারী ঘটনাটি দেখে চিৎকার করলে ইশা ডোবা থেকে উঠে চলে যান।
স্থানীয়রা রাফিয়াকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিয়াকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের খবরে রাতে পুলিশ ইশাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায়।
অভিযোগ ওঠা নারী ইশা বেগম বলেন, ‘আমি রাফিয়াকে পা পিছলে ডোবার পানিতে পড়ে যেতে দেখেছি। তখন সে বেঁচে ছিল। কিন্তু আমি রাগ করে তাঁকে উঠাইনি।’
ওসি আছাদুজ্জামান শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরেই সৎমা ইশা বেগমকে আটক করা হয়েছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধায় জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত শিশুর স্বজনদের কেউ লিখিত অভিযোগ দিলে মামলা করা হবে।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে