Ajker Patrika

হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

দিনাজপুর প্রতিনিধি
হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

 দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, মাধবী নামের ওই শিক্ষার্থী ক্যাম্পাসের অদূরে এম আর পেট্রল পাম্প সংলগ্ন জয়ন্ত ছাত্রী নিবাস নামক একটি মেসে একটি সিঙ্গেল রুমে থাকতেন বলে। সে হাবিপ্রবির ১৭ তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

জয়ন্ত ছাত্রী নিবাসের মালিক জয়ন্ত জানান, ছাত্রীরা দরজায় ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালার পাল্লা ভেঙে দেখেন ওই শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।  তৎক্ষণাৎ ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে ফোনে অবহিত করা হয়। 

  ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য নাজির হোসেন জানান, মেস মালিক জয়ন্ত ফোনে তাঁকে ঘটনাটি জানালে তিনি গিয়ে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছে। তিনি তাৎক্ষণিক ঘটনাটি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবহিত করেন। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থী হাবিপ্রবির ১৭ তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের। সে স্থানীয় একটি মেসে সিঙ্গেল রুমে থাকত। তাঁর গ্রামের বাড়ি পঞ্চগড়ে। 

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত