Ajker Patrika

রংপুরে ডপলার রাডার উদ্বোধন, মিলবে প্রাকৃতিক দুর্যোগের আগাম তথ্য

রংপুর প্রতিনিধি
আবহাওয়ার পূর্বাভাস দিতে রংপুর নগরীর কলেজ রোড মাস্টারপাড়া এলাকায় স্থাপিত ডপলার রাডার। ছবি: আজকের পত্রিকা
আবহাওয়ার পূর্বাভাস দিতে রংপুর নগরীর কলেজ রোড মাস্টারপাড়া এলাকায় স্থাপিত ডপলার রাডার। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ১২ বছর পর রংপুর আবহাওয়া কার্যালয়ে নতুন ডপলার রাডার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে আবহাওয়া বিভাগের পরিচালক মো. মোমেনুল ইসলাম এটি উদ্বোধন করেন।

এর ফলে এখন থেকে প্রাকৃতিক দুর্যোগের কয়েক ঘণ্টা আগেই কৃষকেরা আবহাওয়ার তথ্য জানতে পারবেন। কৃষিনির্ভর উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস না পাওয়ায় প্রতিবছর ব্যাপক হারে ক্ষয়ক্ষতির শিকার হয়ে আসছিল এ অঞ্চলের মানুষ।

আবহাওয়াবিদরা বলছেন, ডপলার রাডার কৃষিনির্ভর উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এটি উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে সাড়ে ৪০০ কিলোমিটার এলাকার মানুষ আবহাওয়ার আগাম তথ্য জানার নতুন দিগন্তে প্রবেশ করল। নতুন এই রাডার প্রাকৃতিক দুর্যোগের কয়েক ঘণ্টা আগে তথ্য দিতে পারবে। এতে করে আগের যেকোনো সময়ের চেয়ে আগাম প্রস্তুতি গ্রহণের সুযোগ থাকায় দুর্যোগে কমবে ক্ষয়ক্ষতির পরিমাণ।

রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর নগরীর কলেজ রোড মাস্টারপাড়া এলাকায় ১৯৭৭-৭৮ অর্থবছরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে আবহাওয়া, রাডার ও ভূকম্পন পর্যবেক্ষণাগার স্থাপন করা হয়। আড়াই একর জমির ওপর নির্মিত এ আবহাওয়া কেন্দ্রে জাপান সরকারের অর্থায়নে ১৯৯৯ সালে ১০০ কোটি টাকা ব্যয়ে কনভেনশনাল রাডার স্থাপন করা হয়। রাডারটির আয়ুষ্কাল ছিল ১০ বছর। কিন্তু ২০০৭ সালে রাডারে ত্রুটি ধরা পড়ে। স্থানীয় প্রকৌশলীদের প্রচেষ্টায় ২০১২ এটি পুরোপুরি বিকল হয়ে যায়।

২০১৬ সালে এটি স্থাপনে কার্যক্রম শুরুর কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। রাডার স্থাপনের কাজ শুরু হয় ২০২৩ সালের মার্চে। জাপান সরকারের অনুদানে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করার কথা থাকলেও পরে প্রকল্প ব্যয় ১৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যার বেশি অংশই দিয়েছে জাপানের দাতা সংস্থা জাইকা। ডপলার রাডার স্থাপনের কাজটি তত্ত্বাবধান করছে জাপানের সিমিজু করপোরেশন। নির্মাণকাজ শেষে উদ্বোধনের প্রস্তুতি ঘিরে কর্মকর্তারা রংপুর আবহাওয়া কার্যালয়ে অবস্থান করছেন। এই রাডার স্টেশনের সরঞ্জাম সরবরাহ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মারুবিনি করপোরেশন।

আবহাওয়া বিভাগের পরিচালক মো. মোমেনুল ইসলাম বলেন, নতুন এ রাডার স্টেশনের মাধ্যমে মেঘের অবস্থান, গতি, দিক, তাপমাত্রা জানা ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়ার মাধ্যমে মৃত্যুর হার কমানো সম্ভব হবে। রেড জোনে অবস্থিত রংপুরে ভূমিকম্প, বড় ধরনের বন্যা ও আগাম বৃষ্টিপাতের তথ্য দেওয়ার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করা যাবে। রংপুরের আবহাওয়ার অবস্থা ও পরিবর্তনজনিত কারণগুলো গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে।

রংপুর নগরীর কলেজ রোড মাস্টারপাড়া এলাকায় আজ রোববার ডপলার রাডার উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা
রংপুর নগরীর কলেজ রোড মাস্টারপাড়া এলাকায় আজ রোববার ডপলার রাডার উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক আবহাওয়া পরামর্শ দাতা ইয়োশিহিসা উচিদা বলেন, ডপলার রাডার কৃষিনির্ভর উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এটির মাধ্যমে সাড়ে ৪০০ কিলোমিটার এলাকার মানুষ আগাম আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্তে প্রবেশ করল। এই ডপলার রাডারের মাধ্যমে বিমান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করবে।

রংপুর আবহাওয়া, রাডার ও ভূ-কম্পন পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নতুন রাডার প্রাকৃতিক দুর্যোগের কয়েক ঘণ্টা আগের তথ্য দিতে পারবে। এতে করে আগের যে কোনো সময়ের চেয়ে আগাম প্রস্তুতি গ্রহণের সুযোগ থাকায় দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত