ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার এক মাদ্রাসা শিক্ষক অবসরে যাওয়ার আগে প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে তোরজোর শুরু করেছেন। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি তাঁর অবসরে যাওয়ার দিন নির্ধারিত রয়েছে। তবে অবসরোত্তর ছুটিতে থাকার পরও অন্য প্রতিষ্ঠানে নিজ মাদ্রাসার তিনটি পদে নিয়োগ পরীক্ষা নেন তিনি।
ডোমার উপজেলার পাংগা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারি এই মাদ্রাসার উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার ও ল্যাব এসিস্ট্যান্ট তিনটি পদে লিখিত ও মৌখিক পরীক্ষা পাশ্ববর্তী উপজেলা কিশোরগঞ্জের একটি বালিকা মাদ্রারাসায় অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, ডিজির প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক ও এক শিক্ষক প্রতিনিধি উপস্থিতি ছিলেন।
এদিকে মাদ্রাসা অধ্যক্ষ বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন। এর মধ্যেই তিনি নিয়োগ পরীক্ষা নিয়েছেন।
এ বিষয়ে কথা হয় ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপাধ্যক্ষ পদে আবেদন প্রার্থী মো. কামাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দুপুর ৩টার দিকে পাংগা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসার তিনটি পদে পরীক্ষা কিশোরগঞ্জের একটি বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা বোর্ডে মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রিয়াজুল ইসলাম, ডিজির প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধিসহ তিনজন উপস্থিত ছিলেন। সেখানে মাদ্রাসার সভাপতি দুলাল হোসেন উপস্থিত ছিলেন না।’
মো. কামাল উদ্দিন আরও বলেন, তিনি উপাধ্যক্ষ পদে পরীক্ষা দিয়েছেন। ওই পদে তিনিসহ মোট পাঁচজন পরীক্ষার্থী ছিলেন।
মাদ্রাসা অধ্যক্ষ আগামীকাল অবসরের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসা সভাপতি দুলাল হোসেন বলেন, ‘নিয়োগ পরীক্ষার দিন আমি অসুস্থতার কারণে ওই নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলাম না। সেখানে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে মৌখিক পরিক্ষা নেওয়া হবে।’
প্রতিষ্ঠানের সভাপতি ছাড়া নিয়োগ পরীক্ষা নেওয়া ও নিজ প্রতিষ্ঠান ছাড়া অন্যত্র পরীক্ষা নেওয়ার নিয়ম আছে কিনা—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অন্যত্র নিয়োগ পরীক্ষা নেওয়ার নিয়ম আছে কিনা, তা আমার জানা নাই। তবে নিয়োগ পরীক্ষায় অসুস্থতার কারণে আমি সেখানে উপস্থিত ছিলাম না।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ এ কে এম রিয়াজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
নীলফামারীর ডোমার উপজেলার এক মাদ্রাসা শিক্ষক অবসরে যাওয়ার আগে প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে তোরজোর শুরু করেছেন। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি তাঁর অবসরে যাওয়ার দিন নির্ধারিত রয়েছে। তবে অবসরোত্তর ছুটিতে থাকার পরও অন্য প্রতিষ্ঠানে নিজ মাদ্রাসার তিনটি পদে নিয়োগ পরীক্ষা নেন তিনি।
ডোমার উপজেলার পাংগা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। গত ২৩ ফেব্রুয়ারি এই মাদ্রাসার উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার ও ল্যাব এসিস্ট্যান্ট তিনটি পদে লিখিত ও মৌখিক পরীক্ষা পাশ্ববর্তী উপজেলা কিশোরগঞ্জের একটি বালিকা মাদ্রারাসায় অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, ডিজির প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক ও এক শিক্ষক প্রতিনিধি উপস্থিতি ছিলেন।
এদিকে মাদ্রাসা অধ্যক্ষ বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন। এর মধ্যেই তিনি নিয়োগ পরীক্ষা নিয়েছেন।
এ বিষয়ে কথা হয় ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপাধ্যক্ষ পদে আবেদন প্রার্থী মো. কামাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দুপুর ৩টার দিকে পাংগা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসার তিনটি পদে পরীক্ষা কিশোরগঞ্জের একটি বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা বোর্ডে মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম রিয়াজুল ইসলাম, ডিজির প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধিসহ তিনজন উপস্থিত ছিলেন। সেখানে মাদ্রাসার সভাপতি দুলাল হোসেন উপস্থিত ছিলেন না।’
মো. কামাল উদ্দিন আরও বলেন, তিনি উপাধ্যক্ষ পদে পরীক্ষা দিয়েছেন। ওই পদে তিনিসহ মোট পাঁচজন পরীক্ষার্থী ছিলেন।
মাদ্রাসা অধ্যক্ষ আগামীকাল অবসরের যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসা সভাপতি দুলাল হোসেন বলেন, ‘নিয়োগ পরীক্ষার দিন আমি অসুস্থতার কারণে ওই নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলাম না। সেখানে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে মৌখিক পরিক্ষা নেওয়া হবে।’
প্রতিষ্ঠানের সভাপতি ছাড়া নিয়োগ পরীক্ষা নেওয়া ও নিজ প্রতিষ্ঠান ছাড়া অন্যত্র পরীক্ষা নেওয়ার নিয়ম আছে কিনা—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অন্যত্র নিয়োগ পরীক্ষা নেওয়ার নিয়ম আছে কিনা, তা আমার জানা নাই। তবে নিয়োগ পরীক্ষায় অসুস্থতার কারণে আমি সেখানে উপস্থিত ছিলাম না।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ এ কে এম রিয়াজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে