পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে কাদিয়ানিদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। আজ বুধবার দুপুরে তিনি আহমদিয়াদের আহমদনগর ও শালশিরি এলাকা পরিদর্শন করেন। তিনি সেখানে আহমদিয়াদের আহমদ তফশির চৌধুরী, মাহমুদ হাসান সুমন, ইমাম সালাহউদ্দিনসহ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা শোনেন।
এ সময় আওয়ামী লীগ নেতা আবু তোয়বুর রহমান, পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, মকলেছার রহমান মিন্টু, বিপেন চন্দ্র রায়, ছাত্রলীগ সভাপতি আবু মো. নোমান হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন।
এ ঘটনা ন্যক্কারজনক, মর্মান্তিক ও অমানবিক অভিহিত করে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে লুটতরাজের জন্য করেছে। কোনো মানুষ এ রকম ঘটনা ঘটাতে পারে না। মুক্তিযুদ্ধের সময়ও এমন নৃশংস ঘটনা ঘটেনি।
খান সেনাদের অত্যাচারকেও ছাড়িয়ে গেছে। ইসলামের দৃষ্টিতেও এটি জঘন্য কাজ। প্রশাসন আরেকটু সতর্ক অবস্থান নিলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কম হতো। পুলিশ কাকে ধরেছে, চুনোপুঁটিদের ধরে লাভটা কি মূল হোতাদের ধরতে হবে। মূল হোতা যারা তারা আইনের আওতায় আসুক আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
আহমদিয়াদের গণসংযোগ ও প্রেস বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরি বলেন, ‘আমরা কারও সাহায্য সহযোগিতা চাই না। আমরা শুধু নিরাপদে বসবাস করতে চাই। নিজেদের যান মালের নিরাপত্তা চাই। নাম উল্লেখসহ ক্ষতিগ্রস্তরা মামলা করেছে। পুলিশও মামলা করেছে। কিন্তু প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
আহমদিয়া সম্প্রদায় অধ্যুষিত দুটি গ্রামে ও পঞ্চগড় শহরের আহমদিয়াদের দুই শতাধিক বাড়ি ঘর, দোকানপাটে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। ৭০ জন সদস্য আহত হয়েছে। একজনকে পিটিয়ে মেরেছে। দীর্ঘ তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। কিন্তু বিজিবি ও পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। যা আমাতের বিস্মিত ও হতবাক করেছে। তিন ঘণ্টা পর অ্যাকশন শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ততক্ষণে সব শেষ। এলাকার চিহ্নিতদের নাম পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটিকে কেউ কেউ রাজনীতির দিকে নিয়ে যাচ্ছেন। যা মোটেও কাম্য নয়।’
পঞ্চগড়ে কাদিয়ানিদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। আজ বুধবার দুপুরে তিনি আহমদিয়াদের আহমদনগর ও শালশিরি এলাকা পরিদর্শন করেন। তিনি সেখানে আহমদিয়াদের আহমদ তফশির চৌধুরী, মাহমুদ হাসান সুমন, ইমাম সালাহউদ্দিনসহ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা শোনেন।
এ সময় আওয়ামী লীগ নেতা আবু তোয়বুর রহমান, পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, মকলেছার রহমান মিন্টু, বিপেন চন্দ্র রায়, ছাত্রলীগ সভাপতি আবু মো. নোমান হাসান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন।
এ ঘটনা ন্যক্কারজনক, মর্মান্তিক ও অমানবিক অভিহিত করে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে লুটতরাজের জন্য করেছে। কোনো মানুষ এ রকম ঘটনা ঘটাতে পারে না। মুক্তিযুদ্ধের সময়ও এমন নৃশংস ঘটনা ঘটেনি।
খান সেনাদের অত্যাচারকেও ছাড়িয়ে গেছে। ইসলামের দৃষ্টিতেও এটি জঘন্য কাজ। প্রশাসন আরেকটু সতর্ক অবস্থান নিলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কম হতো। পুলিশ কাকে ধরেছে, চুনোপুঁটিদের ধরে লাভটা কি মূল হোতাদের ধরতে হবে। মূল হোতা যারা তারা আইনের আওতায় আসুক আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
আহমদিয়াদের গণসংযোগ ও প্রেস বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরি বলেন, ‘আমরা কারও সাহায্য সহযোগিতা চাই না। আমরা শুধু নিরাপদে বসবাস করতে চাই। নিজেদের যান মালের নিরাপত্তা চাই। নাম উল্লেখসহ ক্ষতিগ্রস্তরা মামলা করেছে। পুলিশও মামলা করেছে। কিন্তু প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
আহমদিয়া সম্প্রদায় অধ্যুষিত দুটি গ্রামে ও পঞ্চগড় শহরের আহমদিয়াদের দুই শতাধিক বাড়ি ঘর, দোকানপাটে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। ৭০ জন সদস্য আহত হয়েছে। একজনকে পিটিয়ে মেরেছে। দীর্ঘ তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। কিন্তু বিজিবি ও পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। যা আমাতের বিস্মিত ও হতবাক করেছে। তিন ঘণ্টা পর অ্যাকশন শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ততক্ষণে সব শেষ। এলাকার চিহ্নিতদের নাম পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটিকে কেউ কেউ রাজনীতির দিকে নিয়ে যাচ্ছেন। যা মোটেও কাম্য নয়।’
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৩ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে