Ajker Patrika

কাদিয়ানিদের ওপর হামলা: পুলিশের মামলায় হতাশ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১০: ১৩
কাদিয়ানিদের ওপর হামলা: পুলিশের মামলায় হতাশ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। 

পঞ্চগড়ের বোদা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে সাদ্দামের বাড়ির সেমিপাকা ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তও করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

জানা গেছে, গত মার্চে আহমদিয়া মুসলিম জামাতের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দুটি মামলার আসামি হন সাদ্দাম। এরপর গ্রেপ্তার এড়াতে ঢাকায় আত্মগোপনে থাকেন তিনি। বাড়িতে এলেও গ্রেপ্তার আতঙ্কে থাকতেন। কাদিয়ানিদের ঘটনা নিয়ে মামলায় তিনি জামিনও পাননি। গত কয়েক দিন ধরে তাঁর চলাফেরা অস্বাভাবিক ছিল, সঙ্গে হতাশও ছিলেন সাদ্দাম। 

তার বাবা আনোয়ারুল ইসলাম আফসোস করে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কষ্ট একটাই। আমার ছেলে মামলার আসামি হওয়ার পর হতাশায় “আত্মহত্যা” করল।’ 

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) কনক কুমার দাস বলেন, ‘আমার মনে হচ্ছে এটি একটি সাধারণ আত্মহত্যা। তিনি অভিযুক্ত হলেও দোষী নন। বিচারে তিনি খালাসও পেতে পারেন। আসলে মানুষ অসহিষ্ণু হয়ে পড়েছে। হতাশা থেকেই এই আত্মহত্যা হতে পারে। আমরা এ বিষয়ে কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত