Ajker Patrika

রৌমারীতে ‘মন্ত্রীর চাতালের’ সামনের জমি থেকে নারীর লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৭: ০১
রৌমারীতে ‘মন্ত্রীর চাতালের’ সামনের জমি থেকে নারীর লাশ উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী উপজেলা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ‘মন্ত্রীর চাতাল’ নামে পরিচিত একটি চাতালের উল্টো দিকের জমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম আজেমা বেগম (৪৮)। তিনি শৌলমারী গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম রজব আলী এবং স্বামীর নাম রোস্তম আলী।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই চাতালের ভেতর রক্ত পাওয়া গেছে। পুলিশ সেই আলামত সংগ্রহ করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চাতালটি কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের। নিহত আজেমা বেগম কয়েক বছর ধরে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলা শহরের বিভিন্ন এলাকায় তাঁকে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা গেছে।

শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, চাতালের সামনের রাস্তার পাশের জমিতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে যৌন নির্যাতন করার পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থল থেকে ফিরে চেয়ারম্যান নজরুল ইসলাম আরও জানান, চাতাল চত্বরের প্রবেশদ্বার উন্মুক্ত ছিল। চাতালটির অভ্যন্তরে ফটকের কাছে একটি চালা ঘরে থাকা ইটের টুকরা ও ঘরের মেঝের মাটিতে রক্তের ছাপ পাওয়া গেছে। সেখানে ইট দিয়ে ওই নারীর মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চেয়ারম্যান বলেন, চাতালটি প্রতিমন্ত্রীর মালিকানাধীন। তবে সেটি বর্তমানে পরিত্যক্ত। ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ আলামত সংগ্রহ করেছে। প্রকৃত ঘটনা কী ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সবুজপাড়া এলাকাটি মাদক কারবারি ও মাদকাসক্তদের অভয়াশ্রমে পরিণত হয়েছে।

এ বিষয়ে জানতে আজ দুপুর ১২টায় প্রতিমন্ত্রী জাকির হোসেনকে ফোন দিয়ে তাঁকে পাওয়া যায়নি।

ওসি রূপকুমার সরকার বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত