Ajker Patrika

বেরোবিতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী আটক

বেরোবি প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ০৮
বেরোবিতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটক করেছে তাজহাট থানার পুলিশ। আজ শনিবার ভোরে ওই শিক্ষার্থীকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদির।

আটক শিক্ষার্থীর নাম সুজন পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চমৎকার পালের ছেলে।

তাজহাট থানার ওসি বলেন, ‘এখনো আটক শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনা তৈরি হয়েছে বলে অভিযোগের ভিত্তিতে সুজন পালকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে অনেকটা উত্তেজনা তৈরি হলে তাঁকে আটক করা হয়।’

পরিস্থিতি সামাল দিতে সুজন পালকে আটক করা হয়েছে জানিয়ে প্রক্টর তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাঁকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘আমি শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। আমরা খোঁজ-খবর রাখছি।’

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (১ম বর্ষ) শিক্ষার্থী সেজুতি মুমু তাঁর ফেসবুক ওয়ালে ধর্ম নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টের কমেন্টে ‘আপত্তিকর’ মন্তব্য করেন আটক শিক্ষার্থী সুজন পাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত