বেরোবি প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটক করেছে তাজহাট থানার পুলিশ। আজ শনিবার ভোরে ওই শিক্ষার্থীকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদির।
আটক শিক্ষার্থীর নাম সুজন পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চমৎকার পালের ছেলে।
তাজহাট থানার ওসি বলেন, ‘এখনো আটক শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনা তৈরি হয়েছে বলে অভিযোগের ভিত্তিতে সুজন পালকে আটক করা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে অনেকটা উত্তেজনা তৈরি হলে তাঁকে আটক করা হয়।’
পরিস্থিতি সামাল দিতে সুজন পালকে আটক করা হয়েছে জানিয়ে প্রক্টর তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাঁকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘আমি শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। আমরা খোঁজ-খবর রাখছি।’
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (১ম বর্ষ) শিক্ষার্থী সেজুতি মুমু তাঁর ফেসবুক ওয়ালে ধর্ম নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টের কমেন্টে ‘আপত্তিকর’ মন্তব্য করেন আটক শিক্ষার্থী সুজন পাল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটক করেছে তাজহাট থানার পুলিশ। আজ শনিবার ভোরে ওই শিক্ষার্থীকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদির।
আটক শিক্ষার্থীর নাম সুজন পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চমৎকার পালের ছেলে।
তাজহাট থানার ওসি বলেন, ‘এখনো আটক শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনা তৈরি হয়েছে বলে অভিযোগের ভিত্তিতে সুজন পালকে আটক করা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে অনেকটা উত্তেজনা তৈরি হলে তাঁকে আটক করা হয়।’
পরিস্থিতি সামাল দিতে সুজন পালকে আটক করা হয়েছে জানিয়ে প্রক্টর তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাঁকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘আমি শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। আমরা খোঁজ-খবর রাখছি।’
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (১ম বর্ষ) শিক্ষার্থী সেজুতি মুমু তাঁর ফেসবুক ওয়ালে ধর্ম নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টের কমেন্টে ‘আপত্তিকর’ মন্তব্য করেন আটক শিক্ষার্থী সুজন পাল।
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
১০ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
১১ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে