Ajker Patrika

ইঁদুর নিধনে জনপ্রিয় হচ্ছে ‘চোঙ্গা ফাঁদ’

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
ইঁদুর নিধনে জনপ্রিয় হচ্ছে ‘চোঙ্গা ফাঁদ’

রংপুরের পীরগাছায় আমন ধানখেতে ইঁদুর নিধনে ‘চোঙ্গা ফাঁদ’ পদ্ধতি কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। গত কয়েক বছরে কৃষকেরা ধানখেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এ বছর বাঁশ দিয়ে তৈরি চোঙ্গা ফাঁদ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। 

সরেজমিনে উপজেলার পারুল, ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর, পীরগাছা, ও কান্দিসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ। সবুজ শ্যামল ধান খেতগুলো ফুলে ফেঁপে বেরিয়ে আসতে চাইছে। এ সময় জমিতে পানি না থাকার কারণে উৎপাত শুরু করেছে ইঁদুরের দল। গত কয়েক বছরে এসব ইঁদুর বিনষ্ট করেছে কৃষকদের হাজার হাজার মণ ধান। 

ইঁদুর নিধনে জিংক পাউডার, গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষ ব্যবহার করে কোনো লাভ হয়নি। এ বছরও আমন ধানখেতে ইদুরের উৎপাত শুরু হলে কৃষকেরা উপজেলা কৃষি অফিস ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বাঁশের সাহায্যে চোঙ্গা ফাঁদ পদ্ধতি তৈরি করেন। আর রাতের বেলা ধানখেতে এ চোঙ্গা ফাঁদ পেতে ইঁদুর নিধনে ব্যাপক সফলতা পাওয়া গেছে। 

পীরগাছা সদরের কয়েকটি ফসলের জমিতে গিয়ে দেখা যায়, বেড়ে ওঠা ধান গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুর। ওই জমিতে ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামের কৃষক নুরুল আমিন ও মোখলেছ মিয়া জানান, প্রতি বছর ইঁদুর অর্ধেক ধান নষ্ট করতো। এ বছর চোঙ্গা ফাঁদ ব্যবহার করায় ইঁদুরের উপদ্রব অনেক কমেছে। 

সদর ইউনিয়নের কৃষক জামাল হোসেন বলেন, আমি চোঙ্গা ফাঁদ ব্যবহার করে এক রাতে ১৫টি ইঁদুর ধরেছি। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক বলেন, আগে কৃষকেরা ইঁদুরের কাছে অসহায় হয়ে পড়েছিলেন। এখন আমরা নানাভাবে কৃষকদের পরামর্শ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছি। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। 

পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম বলেন, এ উপজেলার নয়টি ইউনিয়নে ধানের জমির মধ্যে পানি না থাকায় ইঁদুরের উৎপাত বেশি। আমরা প্রতি সপ্তাহে কৃষকদের ফসল রক্ষায় সব উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। চোঙ্গা ফাঁদ পদ্ধতিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে খরচ কম, তাই কৃষকেরা ব্যবহারও করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত