ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১২ হাজার ৬১৩ টি। তবে খামারিরা প্রস্তুত করেছেন ১৫ হাজার ৭৯৮টি পশু—চাহিদার চেয়ে ৩ হাজার ১৮৫টি বেশি। যার অধিকাংশই দেশি জাতের।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর কোরবানির জন্য প্রস্তুত পশুগুলোর মধ্যে রয়েছে—গরু ৬ হাজার ৬৪৫টি (ষাঁড় ৪ হাজার ৯ টি, বলদ ৪৯৫ টি, গাভি ২ হাজার ১৪১ টি), ছাগল ৭ হাজার ৭৫০টি এবং ভেড়া ১ হাজার ৪৪৮ টি।
এ উপজেলার ৪১টি নিবন্ধিত খামারের মধ্যে রয়েছে ৩৪টি দুগ্ধ খামার,৬টি মোটাতাজাকরণ খামার এবং ১টি ছাগলের খামার। পাশাপাশি রয়েছে ৬৬৭টি অনিবন্ধিত খামার। এর মধ্যে ২৮০টি দুগ্ধ, ২৫৭টি মোটাতাজাকরণ, ১১১টি ছাগলের এবং ১৯টি ভেড়ার খামার।
উপজেলার ৮টি হাট—বারাই, আমডুঙ্গি, মাদিলা, আটপুকুর ও পৌরসভার পশু হাটে এসব কোরবানির পশু বেচাকেনা হবে। স্থানীয় খামারিরা জানিয়েছেন, পর্যাপ্ত দেশি গরু প্রস্তুত রয়েছে এবং এগুলোর মাধ্যমেই চাহিদা পূরণ সম্ভব। তবে পশুখাদ্যের উচ্চমূল্য তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় গরু অনুপ্রবেশ রোধে রয়েছে কঠোর নজরদারি। ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বীন জব্বার জানান, সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত সীমান্ত দিয়ে বাহির থেকে কোনো গরু প্রবেশ করেনি বলে জানান তিনি।
গত সোমবার পৌর শহরের স্বজন পুকুর গ্রামে ‘আমিন অ্যাগ্রো ফার্মে’ গিয়ে দেখা গেছে, খামারের লোকজন গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। দেশি জাত ছাড়াও সেখানে রয়েছে ব্রাহামা, শাহিওয়াল, নেপালি, হরিয়ানা ও অন্যান্য উন্নত জাতের মোট ১৯০টি গরু এবং দুটো মহিষ।
খামারের স্বত্বাধিকারী রুহুল আমিন বলেন, “দেশি গরুই বেশি। ইতিমধ্যে ২০টি গরু বিক্রি হয়েছে। এবার ছোট সাইজের গরুর চাহিদা বেশি। ”
ম্যানেজার ওমর ফারুক বলেন, “গরুগুলোর দাম ৬০ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ধরা হয়েছে। প্রতিদিন প্রাকৃতিক খাদ্য ও নিয়মিত গোসলের মাধ্যমে পরিচর্যা করছি। ”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান বলেন, “গরু পালনে নিষিদ্ধ রাসায়নিক বা হরমোন ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে পালন করতে বলা হচ্ছে। খামারিদের দেওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে পশু মোটা তাজাকরণের পরামর্শ। ”
তিনি আরও জানান, “চাহিদার চেয়ে ৩ হাজার ১৮৫টি পশু বেশি প্রস্তুত রয়েছে, যা দেশের অন্যান্য জেলায় পাঠানো সম্ভব হবে। ”
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১২ হাজার ৬১৩ টি। তবে খামারিরা প্রস্তুত করেছেন ১৫ হাজার ৭৯৮টি পশু—চাহিদার চেয়ে ৩ হাজার ১৮৫টি বেশি। যার অধিকাংশই দেশি জাতের।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর কোরবানির জন্য প্রস্তুত পশুগুলোর মধ্যে রয়েছে—গরু ৬ হাজার ৬৪৫টি (ষাঁড় ৪ হাজার ৯ টি, বলদ ৪৯৫ টি, গাভি ২ হাজার ১৪১ টি), ছাগল ৭ হাজার ৭৫০টি এবং ভেড়া ১ হাজার ৪৪৮ টি।
এ উপজেলার ৪১টি নিবন্ধিত খামারের মধ্যে রয়েছে ৩৪টি দুগ্ধ খামার,৬টি মোটাতাজাকরণ খামার এবং ১টি ছাগলের খামার। পাশাপাশি রয়েছে ৬৬৭টি অনিবন্ধিত খামার। এর মধ্যে ২৮০টি দুগ্ধ, ২৫৭টি মোটাতাজাকরণ, ১১১টি ছাগলের এবং ১৯টি ভেড়ার খামার।
উপজেলার ৮টি হাট—বারাই, আমডুঙ্গি, মাদিলা, আটপুকুর ও পৌরসভার পশু হাটে এসব কোরবানির পশু বেচাকেনা হবে। স্থানীয় খামারিরা জানিয়েছেন, পর্যাপ্ত দেশি গরু প্রস্তুত রয়েছে এবং এগুলোর মাধ্যমেই চাহিদা পূরণ সম্ভব। তবে পশুখাদ্যের উচ্চমূল্য তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় গরু অনুপ্রবেশ রোধে রয়েছে কঠোর নজরদারি। ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বীন জব্বার জানান, সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত সীমান্ত দিয়ে বাহির থেকে কোনো গরু প্রবেশ করেনি বলে জানান তিনি।
গত সোমবার পৌর শহরের স্বজন পুকুর গ্রামে ‘আমিন অ্যাগ্রো ফার্মে’ গিয়ে দেখা গেছে, খামারের লোকজন গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। দেশি জাত ছাড়াও সেখানে রয়েছে ব্রাহামা, শাহিওয়াল, নেপালি, হরিয়ানা ও অন্যান্য উন্নত জাতের মোট ১৯০টি গরু এবং দুটো মহিষ।
খামারের স্বত্বাধিকারী রুহুল আমিন বলেন, “দেশি গরুই বেশি। ইতিমধ্যে ২০টি গরু বিক্রি হয়েছে। এবার ছোট সাইজের গরুর চাহিদা বেশি। ”
ম্যানেজার ওমর ফারুক বলেন, “গরুগুলোর দাম ৬০ হাজার থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ধরা হয়েছে। প্রতিদিন প্রাকৃতিক খাদ্য ও নিয়মিত গোসলের মাধ্যমে পরিচর্যা করছি। ”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান বলেন, “গরু পালনে নিষিদ্ধ রাসায়নিক বা হরমোন ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে পালন করতে বলা হচ্ছে। খামারিদের দেওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে পশু মোটা তাজাকরণের পরামর্শ। ”
তিনি আরও জানান, “চাহিদার চেয়ে ৩ হাজার ১৮৫টি পশু বেশি প্রস্তুত রয়েছে, যা দেশের অন্যান্য জেলায় পাঠানো সম্ভব হবে। ”
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে