নাটোর প্রতিনিধি
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিভিন্ন দামি সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ঘটনার পর সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন মিল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আট নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে দুজনকে। আর ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। ডাকাতদের হামলায় আহত শাহ আলম নামের এক নিরাপত্তা প্রহরীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কৃষি বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে মিল কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন, ব্যবস্থাপক (হিসাব) রনজু আহমেদ, ব্যবস্থাপক (যন্ত্র প্রকৌশল) এ কে এম কাওসার রহমান, ও ব্যবস্থাপক (তড়িৎ প্রকৌশল) নুরুল ইসলাম।
প্রথম ও দ্বিতীয় শিফটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে নাটোরে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এর মধ্যে ৪০-৫০ জনের একটি ডাকাত দল বড় ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এ সময় ১২ জন নিরাপত্তা প্রহরীকে কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখা হয়। পরে ডাকাত দল পিতলের ওয়েল্ডিং কেব্ল, ৩০০ কেজি ব্রাশ শ্যাফট, পাম্প ইম্পেলার, পাম্প ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাম পাম্প, পাম্প স্টার ও রোটার, স্ক্রিন্ড জুস পাম্পসহ প্রায় কোটি টাকা মূল্যের কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তা প্রহরীদের দ্বিতীয় শিফটের দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের উদ্ধার করে।
এ সময় ডাকাতদের হামলায় কানে আঘাত পান শাহ আলম নামের এক নিরাপত্তা প্রহরী। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অলি আহমেদ নামের এক নিরাপত্তা কর্মী বাধা দিতে এলে তাঁর বাঁ হাতে আঘাত করে ডাকাতরা। তাঁকে সুগার মিলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সিআইডি, ডিবিসহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলটি পরিদর্শন করেন।
ডাকাতদের হামলায় হাতে আঘাতপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী অলি আহমেদ বলেন, ‘ডাকাতদের মুখ বাঁধা ছিল। আমরা তাঁদের মুখ দেখতে পাইনি। আমাদের বয়লারের পাশে একটি ফাঁকা জায়গায় বেঁধে রাখে। আমি প্রথমে তাদের বাধা দিলে শক্ত লাঠি দিয়ে আমার হাতে আঘাত করে।’
সুগার মিলের ভারপ্রাপ্ত টার্নার প্রদীপ সরকার বলেন, ‘আমরা সকালে মিলে এসে ঘটনাটা জেনেছি। চাকরিজীবনের কোনো দিন মিলে এ রকম ঘটনা ঘটেনি।’ মিলের যন্ত্র প্রকৌশল বিভাগের কর্মচারী আবুল কাশেম বলেন, ‘মিলের বিভিন্ন কক্ষের আলমারি ভেঙে বিভিন্ন পার্টস, খুচরা যন্ত্রাংশসহ বিভিন্ন উপকরণ নিয়ে গেছে ডাকাতরা। আমরা মিলে নিজেদের কক্ষে ঢুকে বিভিন্ন আলমারি ও স্টোরগুলোর তালা খোলা পেয়েছি।’
এদিকে দায়িত্বে অবহেলার জন্য নিরাপত্তা হাবিলদার বদরুদ্দীন বেগ ও নিরাপত্তা প্রহরী সাব্বির আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আট নিরাপত্তাকর্মীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে ও একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান পুলিশের কর্মকর্তারা।
জানতে চাইলে সুগার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ডাকাতির ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, লুট হওয়া মালামাল ফেরতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। এ জন্য মিল কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম আজকের পত্রিকাকে বলেন, লুট হওয়া মালপত্র উদ্ধারে র্যাব ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ এরই মধ্যে গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্তের সঙ্গে কয়েকজন প্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিভিন্ন দামি সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ঘটনার পর সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন মিল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আট নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে দুজনকে। আর ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। ডাকাতদের হামলায় আহত শাহ আলম নামের এক নিরাপত্তা প্রহরীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কৃষি বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে মিল কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন, ব্যবস্থাপক (হিসাব) রনজু আহমেদ, ব্যবস্থাপক (যন্ত্র প্রকৌশল) এ কে এম কাওসার রহমান, ও ব্যবস্থাপক (তড়িৎ প্রকৌশল) নুরুল ইসলাম।
প্রথম ও দ্বিতীয় শিফটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে নাটোরে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এর মধ্যে ৪০-৫০ জনের একটি ডাকাত দল বড় ট্রাক নিয়ে নাটোর চিনিকলে প্রবেশ করে। এ সময় ১২ জন নিরাপত্তা প্রহরীকে কারখানার বয়লার সেকশনের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রাখা হয়। পরে ডাকাত দল পিতলের ওয়েল্ডিং কেব্ল, ৩০০ কেজি ব্রাশ শ্যাফট, পাম্প ইম্পেলার, পাম্প ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাম পাম্প, পাম্প স্টার ও রোটার, স্ক্রিন্ড জুস পাম্পসহ প্রায় কোটি টাকা মূল্যের কারখানার বিভিন্ন দামি যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তা প্রহরীদের দ্বিতীয় শিফটের দল কারখানায় এসে জিম্মি প্রহরীদের উদ্ধার করে।
এ সময় ডাকাতদের হামলায় কানে আঘাত পান শাহ আলম নামের এক নিরাপত্তা প্রহরী। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অলি আহমেদ নামের এক নিরাপত্তা কর্মী বাধা দিতে এলে তাঁর বাঁ হাতে আঘাত করে ডাকাতরা। তাঁকে সুগার মিলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সিআইডি, ডিবিসহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলটি পরিদর্শন করেন।
ডাকাতদের হামলায় হাতে আঘাতপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী অলি আহমেদ বলেন, ‘ডাকাতদের মুখ বাঁধা ছিল। আমরা তাঁদের মুখ দেখতে পাইনি। আমাদের বয়লারের পাশে একটি ফাঁকা জায়গায় বেঁধে রাখে। আমি প্রথমে তাদের বাধা দিলে শক্ত লাঠি দিয়ে আমার হাতে আঘাত করে।’
সুগার মিলের ভারপ্রাপ্ত টার্নার প্রদীপ সরকার বলেন, ‘আমরা সকালে মিলে এসে ঘটনাটা জেনেছি। চাকরিজীবনের কোনো দিন মিলে এ রকম ঘটনা ঘটেনি।’ মিলের যন্ত্র প্রকৌশল বিভাগের কর্মচারী আবুল কাশেম বলেন, ‘মিলের বিভিন্ন কক্ষের আলমারি ভেঙে বিভিন্ন পার্টস, খুচরা যন্ত্রাংশসহ বিভিন্ন উপকরণ নিয়ে গেছে ডাকাতরা। আমরা মিলে নিজেদের কক্ষে ঢুকে বিভিন্ন আলমারি ও স্টোরগুলোর তালা খোলা পেয়েছি।’
এদিকে দায়িত্বে অবহেলার জন্য নিরাপত্তা হাবিলদার বদরুদ্দীন বেগ ও নিরাপত্তা প্রহরী সাব্বির আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আট নিরাপত্তাকর্মীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে ও একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান পুলিশের কর্মকর্তারা।
জানতে চাইলে সুগার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ডাকাতির ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে, লুট হওয়া মালামাল ফেরতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। এ জন্য মিল কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম আজকের পত্রিকাকে বলেন, লুট হওয়া মালপত্র উদ্ধারে র্যাব ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ এরই মধ্যে গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্তের সঙ্গে কয়েকজন প্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১২ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৭ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৩ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে