ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাস্তা সংস্কারের কাজ করার সময় প্রচণ্ড দাবদাহে অসুস্থ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক। আজ সোমবার উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী শ্রমিকের নাম লতিফা বেগম (৪০)। তিনি উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা বলছেন, ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পান লতিফার দেবর ইলিয়াস। আজ সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে অন্য শ্রমিকের সঙ্গে কাজে যোগ দেন তিনি। মাটি কাটার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লতিফা। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী শ্রমিক কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কিছুদিন আগে এই নারীর স্বামী হার্ট অ্যাটাকে মারা যান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান বলেন, ‘ধারণা করছি, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।’
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, ‘নারী শ্রমিক লতিফা বেগমের সুরতহাল রিপোর্টের পর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাস্তা সংস্কারের কাজ করার সময় প্রচণ্ড দাবদাহে অসুস্থ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক। আজ সোমবার উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী শ্রমিকের নাম লতিফা বেগম (৪০)। তিনি উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা বলছেন, ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পান লতিফার দেবর ইলিয়াস। আজ সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে অন্য শ্রমিকের সঙ্গে কাজে যোগ দেন তিনি। মাটি কাটার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লতিফা। পরে অন্য শ্রমিকেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী শ্রমিক কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কিছুদিন আগে এই নারীর স্বামী হার্ট অ্যাটাকে মারা যান।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীমুজ্জামান বলেন, ‘ধারণা করছি, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।’
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, ‘নারী শ্রমিক লতিফা বেগমের সুরতহাল রিপোর্টের পর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বরিশাল নগরের রূপাতলী এলাকায় ঐতিহ্যবাহী লালার দীঘি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ১৩ জানুয়ারি ভরাট কার্যক্রম চালানো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে এ-সংক্রান্ত নোটিশ দিয়েছেন অধিদপ্তরটির বরিশাল জেলা সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন।
৫ মিনিট আগে
ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
২৮ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
৩৯ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
৪২ মিনিট আগে